বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০২২
আবুল কাসেম শিখদারের কবিতা “কুশল জীবনে গড়ে উঠুক নতুন পৃথিবী”
Home Page » সাহিত্য » আবুল কাসেম শিখদারের কবিতা “কুশল জীবনে গড়ে উঠুক নতুন পৃথিবী”
চিরদিন আমি মানুষের জয়গান শুনিতে চেয়েছি।
নিত্য সেই চাওয়া পেয়েছি সকলের কথায়।ভালোবাসা বেদনায়
হতাশায় আনন্দে সেইসব দিনরাত্রি এখন স্মৃতির এলবাম।
সুখ দু:খভরা জীবনের দিনলিপির পাতা এখন প্রতিদিন পড়ি।
ফিরে যাই সুবর্ণ অতীতে।সমুখের পানে তাকাই।
দেখি পাতা ঝরার নিরব মুর্ছনা।
নদীর বাঁকে অচেনা চরাচর।
ধূসর হয়ে আসে জীবনের গল্প।
তবু আমি আশায় বসতি গড়ি।মোম শিল্পের ক্ষয়িষ্ণু ছবি মুছে ফেলি।
হোক না সে যতই ম্রিয়মান।
আর তাই
সকলেরই ভালো চাই।
কুশল জীবনে গড়ে উঠুক নতুন পৃথিবী।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৮ ● ৪২৫ বার পঠিত