বুধবার ● ২১ ডিসেম্বর ২০২২

টুইটারের সিইও পদ ছাড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

Home Page » জাতীয় » টুইটারের সিইও পদ ছাড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক
বুধবার ● ২১ ডিসেম্বর ২০২২


ইলন মাস্ক

বঙ্গ-নিউজ:   বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, যোগ্য কাউকে পেলেই অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সিইও পদ ছেড়ে দেবেন তিনি।

বুধবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন মাস্ক। তবে টুইটারের সফটওয়্যার আর সার্ভার টিমকে তিনি নিজের অধীনেই রাখবেন।

টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি না, সেই প্রশ্ন রেখে মাস্ক এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছে ভোট চেয়েছিলেন। সেই জরিপে ভোট পড়ে মোট পৌনে দুই কোটি। আর সাড়ে ৫৭ শতাংশ উত্তরদাতা মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে মত দেন।

ওই ভোটাভুটির ফল প্রকাশের দুদিন পর এ বিষয়ে মুখ খোলেন টুইটারের মালিক মাস্ক। এই ধনকুবের টুইটারের কর্তৃত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির খোলনলচে পাল্টে ফেলেন। জন্ম দিয়ে চলেছেন ব্যাপক সমালোচনার।

বাংলাদেশ সময়: ১০:৫৬:১২ ● ৬৪৬ বার পঠিত