বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২

বিএনপির এমপিদের শূন্য আসনে ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা

Home Page » জাতীয় » বিএনপির এমপিদের শূন্য আসনে ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২


 ফাইল ছবি

বঙ্গ-নিউজ : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল আগামী ১৮ ডিসেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের রোববার একটি বৈঠক আছে। সেখানে শূন্য আসনের উপনির্বাচনের বিষয়ে আলোচনা হবে।’

বৈঠকের পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

গত ১১ ডিসেম্বর সংসদে বিএনপির সাতজন সদস্যের (এমপি) মধ্যে পাঁচজন তাদের পদত্যাগপত্র স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জমা দেন।

পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনের মো: জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মো: মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো: আমিনুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।

অস্ট্রেলিয়ায় থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো: হারুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া অসুস্থ থাকায় স্পিকারের কাছে ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

তবে ওই দিনই এ দু’জন ই-মেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৫২ ● ৩২৬ বার পঠিত