মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০২২
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Home Page » জাতীয় » ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীরদেশের সকল ব্যাংকেই টাকা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারপ্রধান বলেছেন, ব্যাংকগুলোতে ‘টাকা না থাকার গুজব’ ছড়িয়ে একটি শ্রেণি মানুষকে ‘বিভ্রান্ত করতে চাইছে’।
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু গুজব ছড়াচ্ছে। কী? ব্যাংকে টাকা নেই। টাকা নেই বলে অনেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে। আমি আগেও বক্তব্যে বলেছি, এখনো বলি যে এদের কি চোরের সঙ্গে কোনো সখ্যতা আছে কিনা- যে ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে রাখে চোরের পোয়াবারো। চোর চুরি করে খেতে পারবে, সেই ব্যবস্থা করে দিচ্ছে নাকি কেউ কেউ, আমি জানি না।’
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের ব্যাংকগুলোতে কোনো সমস্যা নেই দাবি করে বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট জানাতে চাই- আমি গতকালকে রাতে আমাদের যেমন এসডিজি এবং উন্নয়নশীল দেশ হিসেবে… সেই মিটিং করেছি। এরপরে আমি আবার অর্থসচিব এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমি কথা বলেছি। আজকে সকালে আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই। প্রত্যেক ব্যাংকেই টাকা আছে।’
এজন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আমি বলব, গুজবে কেউ কান দেবেন না। গুজবে কান দেবেন না। এটাই আমার সবার কাছে একটা অনুরোধ যে, যারা এসব মিথ্যা কথা বলে মানুষকে তারা ভাঁওতাবাজি দিয়ে বিভ্রান্ত করতে চায়, এটা একটা শ্রেণি আছে। তারা এটা করবেই আমি জানি। আর মিথ্যা কথায় তারা পারদর্শী।’
এ সময় শেখ হাসিনা আরও উল্লেখ করেন, ‘আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশকে’ আওয়ামী লীগের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। তাই সবাইকে এ ব্যাপারে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
ছাত্রলীগের উদ্দেশে তাদের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচারে ভরে গেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের তার উপযুক্ত জবাব দিতে হবে। জবাব দেওয়ার বেশি কিছু না। ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাব দেওয়া লাগবে না। ওদের অপকর্মটা যদি সেখানে কমেন্টে ছেড়ে দেওয়া যায়, তাহলেই ওরা ওটা বন্ধ করে দেবে। এটাই হচ্ছে সব থেকে ভালো। ওরা যা বলবে… বিএনপি ক্ষমতায় থেকে কী করেছে তাদের অগ্নিসন্ত্রাস, তাদের খুন, তারা কাকে কাকে মেরেছে, কী করেছে, কই কই তাদের চুরি, ভোট চুরি, ডাকাতি এগুলো তুলে ধরলেই তো যথেষ্ট। কাজেই আমার মনে হয় ছাত্রলীগ এ কাজটা করতে পারবে।’
বাংলাদেশ সময়: ১৯:০৭:৫০ ● ৩৪২ বার পঠিত