সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২

অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ

Home Page » অর্থ ও বানিজ্য » অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বঙ্গ-নিউজ : গত নভেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশে। অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। মূলত খাদ্য মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিকভাবে মূল্যস্ফীতি কমেছে।

সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফিতির হার ছিল ৯ দশমিক ১০ ও আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। নভেম্বর মাসে খাদ্যপণ্যের দাম কমে ৮ দশমিক ১৪ শতাংশ হয়েছে, গত মাসে যা ছিল ৮ দশমিক ৫০ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, নভেম্বর মাসে অত্যন্ত ভালো খবর পেয়ছি। গতমাসের তুলনায় মূল্যস্ফীতি ডিসেম্বরে আরও কমার সম্ভাবনা আছে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান, শাক সবজি হওয়ার পাশাপাশি তেল-গ্যাসের দাম বিশ্বব্যাপী কমায় সার্বিকভাবে প্রবৃদ্ধিও সাত শতাংশে যাবে, এমন আশাবাদ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫৯ ● ৪৮৭ বার পঠিত