বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০২২
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
Home Page » সাহিত্য » ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”আমি তো গাঁয়ের মেয়ে
দেখেছি জোছনার ঝলকানি
আমি জানি — কীভাবে
আখের রস দিয়ে হয় চিনি।
আমি তো গাঁয়ের মেয়ে
ঘাস কাটি, গরু চরাই
সারা গ্রাম ঘুরে বেড়াই
দস্যি মেয়ে ভয় ভীতি কিচ্ছু নাহি ।
আমি তো গাঁয়ের মেয়ে
আমার সেই গ্রামে
সবুজ আর ফিকে রোদ খেলা করে
ভালোবাসা বিতরণ করে অমূল্য দামে।
আমি তো গাঁয়ের মেয়ে
ভেঙ্গে বাঁধা নিষেধের শেখল
দুরবৃত্তায়নের লাগাম টেনে ধরে
নারীর ক্ষমতায়নের মাঠ করেছি দখল।
আমি তো গাঁয়ের মেয়ে
খেলতে গাইতে শিখেছি
ভেঙ্গে ঘরকুনো ব্যাঙের দেয়াল
হাতে তুলে শাবল।
নেমেছি রাজ্য শাসনে-
বাংলাদেশ সময়: ১৬:২২:৩১ ● ৯৯৪ বার পঠিত