সোমবার ● ১৪ নভেম্বর ২০২২

বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার

Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২


বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ:   বাংলাদেশ অসাধারণ উন্নয়নের মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বিশ্বব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশের এ উন্নয়নকে একটি সফল ঘটনা হিসেবে বর্ণনা করেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি সফল ক্ষেত্র এবং অত্যন্ত চিত্তাকর্ষক সফালতা অর্জন করেছে। এ দেশ তার উন্নয়নের মাধ্যমে চমক সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে মুক্ত ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে চায়। সেভাবেই তার সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্বব্যাংক ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজারকে অনুরোধ জানান। তিনি বলেন, যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:৩১:২৯ ● ৩৯৩ বার পঠিত