বুধবার ● ৯ নভেম্বর ২০২২

আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে

Home Page » অর্থ ও বানিজ্য » আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
বুধবার ● ৯ নভেম্বর ২০২২


সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বঙ্গ-নিউজ:  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে প্রাথমিক সমঝোতায়ও পৌঁছেছে বাংলাদেশ। আজ  অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আইএমএফ এই সাড়ে ৪ বিলিয়ন ডলার বাংলাদেশকে দেবে সাত কিস্তিতে। শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালে। আইএমএফের এ ঋণের সুদ হার ২.২ শতাংশ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, যেভাবে চাওয়া হয়েছিল, সেভাবে আইএমএফের ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ।ফলে আগামী ফেব্রযারিতে এ ঋণের প্রথম কিস্তি পাওয়া যবে। আর শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালে।

মুস্তফা কামাল বলেন, ‘আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত তারা দিয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন ।

বাংলাদেশ সময়: ২১:০৩:৫৪ ● ৫৮৫ বার পঠিত