মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২

পারিবারিক কোন্দলে শ্রীবরদী থানার মাদারপুর গ্রামে বাড়ি ভাংচুর ও প্রাণ নাশের হুমকি

Home Page » সারাদেশ » পারিবারিক কোন্দলে শ্রীবরদী থানার মাদারপুর গ্রামে বাড়ি ভাংচুর ও প্রাণ নাশের হুমকি
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২


বাড়ি ভাংচুর ও মালামাল লুট
মাদারপুর প্রতিনিধি, বঙ্গনিউজঃ   স্বামী স্ত্রীর কোন্দলে বাড়ি ভাংচুর, প্রাণ নাশের হুমকি এবং গহনাগাটি ও মালামাল লুটের ঘটনা ঘটেছে । গত ১৪ ই সেপ্টেম্বর ২০২২ইং বৃহস্পতিবার শেরপুর জেলার শ্রীবরদী থানার মাদারপুর গ্রামে জৈনক মোঃমহিদুল ইসলাম পিতা মোঃ সাহেব আলীর বাড়ি ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।
সরেজমিনে ও ঘটনাসূত্রে জানা যায়, মোঃ মহিদুল ইসলাম তার স্ত্রী ছুরমা খাতুন (সুমি)কে নিয়ে ঢাকার উত্তরাতে ৯নং সেকটরে বসবাসরত অবস্থায় স্ত্রী স্বামীকে রেখে ঝগড়া করে আলাদা বাসা নিয়ে থাকা শুরু করে । স্বামী মহিদুল তার সাড়ে তিন বছরের ছেলে সন্তান নিয়ে সংসারে ফিরে আসতে অনুরোধ করলেও সে ফিরে আসেনা । সেক্টর কমিনিটি শালিশকে অগ্রাহ্য করে বরং তার ভাই মোঃ শাহ আলী, পিতা কালু মিয়া ( বাশিওয়ালা) পাঁচ ছয় জন সন্ত্রাসীকে নিয়ে মহিদুলের দেশের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার মাদারপুর গ্রামে বাপদাদার বাড়িতে হামলা , ভাংচুর ও ৬০ হাজার টাকার গহনাগাটি ও বেশ কিছু মালামাল লুটে নিয়ে যায়। এবং মহিদুলের বড়বোন শয়রেফুলি এবং তার বৃদ্ধ মা কে প্রাণ নাশের হুমকি দেয়। বর্তমানে তারা খুব শংকায় দিন কাটাচ্ছেন। এলাকায় শাহ আলীকে সবাই গলাকাটা শাহ আলী হিসেবে জানে- ব্যক্তি জীবনে ৬/৭ জন স্ত্রী আছে তারএবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে  । মহিদুল ইসলাম তার স্ত্রীর বিষয়ে ১৯/০৭/২০২২ইং তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করে ।  নিজের বাপদাদার বাড়ি এবং মা বোনদের উপর এমন অত্যাচারে মহিদুল বর্তমানে দিশেহারা, ও আতংকে দিনপাত করছেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:০৪ ● ৪৭২ বার পঠিত