সোমবার ● ২৯ আগস্ট ২০২২
ইমাম সিকদারের কবিতা ‘এই আমাদের পণ’
Home Page » সাহিত্য » ইমাম সিকদারের কবিতা ‘এই আমাদের পণ’
সকালে উঠে আমি ফ্রেস মনে ভাবি
আমার দ্বারা কারো নাহি হোক কোন ক্ষতি
মা-বাবার আাদেশ আমি পালন করি
সবার সাথে যেন ব্যাবহার ভালো করি ।
পরিবার পরিজনরে আমি ভালোবাসি
আত্মীয় প্রতিবেশী এক হয়ে থাকি।
খারাপ কাজে দিই যেন বাঁধা
সবাই মিলে ভালো কাজে করিনা যেন হেলা।
লেখা পড়া করি মোরা সবাই মিলিয়া
পাঠশালায় যাবো আমরা দল বাঁধিয়া
লেখা পড়া শিখে সবাই অনেক বড়ো হবো
স্বার্থ ত্যাগ করে দেশটাকে গড়বো ।
সুখী হতে চাই আমরা দেশের জনগণ
শুধু শুধু কারো ক্ষতি নাহি করি এই আমাদের পণ ।
দেশের জন্য করি কাজ ভেঙ্গে ফেলি দুর্নীতিবাজ
দেশের সম্পদ দেশে রাখবো শপথ বাক্য করি পাঠ ।
বাংলাদেশ সময়: ১৭:০৬:৫২ ● ১২১৪ বার পঠিত