বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০২২
ফুল-ফ্রি স্কলারশিপ ব্রুনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে
Home Page » জাতীয় » ফুল-ফ্রি স্কলারশিপ ব্রুনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়েমুনিরা বেগম, সিনিয়র রিপোরটার, বঙ্গনিউজঃ স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।
‘ব্রুনাই দারুস সালাম গভর্নমেন্ট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করা হবে। টিউশন ফি মওকুফ, বিমান ভাতা, চিকিৎসা ভাতা, আবাসন সুবিধা ও খাবার খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকৃত প্রোগ্রামের দেওয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।
ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলইটিএস একাডেমিক ওভারঅল ষব্যান্ডস্কোর ৬.০ অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন। ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনকারীর সিভি। আবেদনকারীর পাসপোর্ট। রেফারেন্স লেটার। একাডেমিক ট্রান্সক্রিপ্ট। স্টেটমেন্ট অব পারপাস। রিসার্চ প্রপোজাল।
আবেদনের শেষ তারিখ : জুলাই ৩১, ২০২২
https://apply.ubd.edu.bn/orbeon/uis-welcome/forms/master-research
বাংলাদেশ সময়: ১৭:৪৯:৩৭ ● ৪০০ বার পঠিত