মঙ্গলবার ● ১২ জুলাই ২০২২
অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে
Home Page » জাতীয় » অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছেবঙ্গ-নিউজ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি সাধারণ ছুটি ছিল শনি, রবি ও সোমবার তথা ৯, ১০, ১১ জুলাই। সে হিসেবে আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। কর্মজীবীরা অফিসে যোগ দিয়েছেন, তবে সেটা খুব সামান্যই। অধিকাংশরাই ১২, ১৩, ১৪ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন।
ঈদের আগে গত বৃহস্পতিবার (৮ জুলাই) ছিল শেষ কর্মদিবস। শুক্রবার সবাই সাপ্তাহিক ছুটি ভোগ করেছেন। অনেকের ক্ষেত্রে শনিবারও ছিল সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, ৫ দিনের টানা ছুটির পর আজ মঙ্গলবার অফিস-আদালত খুলেছে।
তবে অফিস খুললেও সেই চিরচেনা কোলাহল ফিরে আসেনি। কারণ বেশিরভাগ মানুষ চলতি সপ্তাহটা ছুটি কাটিয়ে তবেই ফিরবেন। সঙ্গে যোগ হবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে আগামী ১৭ জুলাই অফিস-আদালতে উপস্থিতি স্বাভাবিক হবে। রাজধানী ঢাকাও ফিরবে স্বাভাবিক রূপে।
বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৭ ● ৪১১ বার পঠিত