বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২

দেশে সবার জন্য পেনশন ব্যবস্থা চালু হবে-অর্থমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » দেশে সবার জন্য পেনশন ব্যবস্থা চালু হবে-অর্থমন্ত্রী
বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আ হ ম মুস্তফা কামাল

বঙ্গ-নিউজ: দেশে সবার জন্য একটি টেকসই পেনশন ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী অর্থবছর থেকে এটি চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ  বাজেট বক্তৃতাকালে এই সুখবর দেন তিনি। এই পেনশন ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিরাও যুক্ত হতে পারবে।

২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বয়স্ক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর ২০১৫ সালে এ ব্যাপারে একটি উদ্যোগ নেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন।

আজ  বাজেট বক্তৃতায় আবারও বিষয়টির অবতারণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সরকার আগামী অর্থবছর থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য এই সুযোগ থাকছে।

অর্থমন্ত্রীর এবারের এই বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। এছাড়া এটি দেশের ৫১তম এবং আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট।

করোনাভাইরাস এবং যুদ্ধ মিলিয়ে দেশের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়ছে। জিনিসপত্রের দাম বেড়েছে অস্বাভাবিক গতিতে। ডলারের বিপরীতে বারবার টাকার দরপতন হচ্ছে। সঙ্গত কারণেই এবারের বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, মানবসম্পদসহ বেশ কিছু খাতকে।

বাংলাদেশ সময়: ২০:১৮:২১ ● ৫৩৯ বার পঠিত