সোমবার ● ৬ জুন ২০২২

বেসরকারি সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল

Home Page » জাতীয় » বেসরকারি সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল
সোমবার ● ৬ জুন ২০২২


প্রতীকি ছবি- অধিকারের মনোগ্রাম

বঙ্গ-নিউজ:  বেসরকারি সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করা হয়েছে। আজ এই তথ্য জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো। ২০১৫ সালে অধিকার-এর নিবন্ধনের মেয়াদ শেষ হয়। তারপর ১০ বছরের মেয়াদ বাড়ানোর জন্য তারা আবেদন করে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে আবেদনটি নামঞ্রজুর করা হয়েছে।

আবেদন নামঞ্জুর করায় স্বয়ংক্রিয়ভাবেই সংগঠনটির নিবন্ধন বাতিল হয়ে যায়। তারপরও আনুষ্ঠানিকভাবে এনজিও ব্যুরো থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় অধিকার-এর নিবন্ধন বাতিল করা হলো।

আদেশে আরও বলা হয়েছে, সংগঠনটির আবেদনের মধ্যে অসঙ্গতি ছিল। তাছাড়া এর আগে বিভিন্ন সময় অধিকার-এর কাছে তাদের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে জবাব-ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কিন্তু সেটা তারা যথাযথভাবে জমা দেয়নি। তাই তাদের নিবন্ধন নবায়নের আবেদনটি বিবেচনা করার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২১:০৪:২৮ ● ৬৪৭ বার পঠিত