মঙ্গলবার ● ২৪ মে ২০২২
আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করুন: হাইকোর্ট
Home Page » জাতীয় » আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করুন: হাইকোর্টবঙ্গ-নিউজ: দেশের ই-কমার্স খাতের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই খাতে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান কী পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে দুদককে।
সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী ও ভুক্তভোগী গ্রাহকদের দায়ের করা ৩টি পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (২৩ মে) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।
সেইসঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মে গ্রাহকদের জমা দেওয়া অর্থের পরিমাণ মূল্যায়ন করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আর্থিক কেলেঙ্কারির দায়বদ্ধতা নির্ধারণে রিটের বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:১৭:৩২ ● ৫৬০ বার পঠিত