সোমবার ● ২৩ মে ২০২২
অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করতে চায় রাশিয়া!
Home Page » জাতীয় » অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করতে চায় রাশিয়া!বঙ্গ-নিউজ: বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করতে চায় রাশিয়া। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টির ভালোমন্দ পর্যালোচনা করে দেখছে সরকার। আজ সোমবার (২৩ মে) এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা’ নিয়ে আয়োজিত একটি কর্মশালায় অংশ নিয়ে রাশিয়ার এই প্রস্তাবের তথ্য জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ভারত পশ্চিমা আপত্তি উপেক্ষা করে রাশিয়া থেকে কমদামে জ্বালানি সংগ্রহ করেছে। তাই তারা জ্বালানি তেলের দামও কমাতে পারছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, তাই ভারতের সঙ্গে আমাদের দেশের জ্বালানি তেলের মূল্যের তুলনা দেওয়া ঠিক হবে না। ভারতে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে আপাতত সেই সম্ভাবনা নেই। এ অবস্থায় রাশিয়ার প্রস্তাব ভেবে দেখছে সরকার।
বাংলাদেশ সময়: ২০:২৮:১৪ ● ৭৯৮ বার পঠিত