রবিবার ● ১ মে ২০২২

সচেতনতামূলক মাইকিংয়ে ওসি জাহিদুল হক

Home Page » সারাদেশ » সচেতনতামূলক মাইকিংয়ে ওসি জাহিদুল হক
রবিবার ● ১ মে ২০২২


--- স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:পবিত্র ঈদুল ফিতর ও সপ্তাহিক হাট বারে চুরি,জাল নোটের ব্যবহার, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে মধ্যনগর থানা পুলিশ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে জনসচেতনতামূলক এই প্রচারণা চালানো হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মধ্যনগর বাজারটিতে প্রতি শনিবার বসে হাট। এই হাটবার ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি,জাল নোটের ছড়াছড়ি বেড়ে যায়। তাছাড়া মধ্যনগর বাজারটি হাওর বেষ্টিত ও সড়ক যোগাযোগ কম থাকায় অধিকাংশ ক্রেতাদের নৌকা যোগে বাজারে আসতে হয়। বৈশাখ মাসে যেকোন মুহুর্তে কাল বৈশাখী ঝড় হতে পারে তাই নৌকার মাঝিরা ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে তাই মধ্যনগর থানা পুলিশ এই জনসচেতনতামূলক মাইকিং পরিচালনা করেছেন। মধ্যনগর বাজারের ব্যবসায়ী আশা উদ্দিন বলেন,হাট বারে এমনিতেই লোকজন বেশি আসে তাছাড়া সামনে ঈদ। পুলিশের এই জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রমটি সত্যিই প্রশংসনীয়। ক্রেতা শেখ ফরিদ বলেন, পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রের কারনে আমরা ক্রেতারা সস্থিতে বাজারে কেনাকাটা করতে পারছি। সামাজিক সংগঠন অভিযাত্রী’র সাধারণ সম্পাদক প্রাণগোপাল চৌধুরী বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।এতে করে বাজারে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে বেচাকেনা করতে পারবে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, হাটবার ও ঈদকে সামনে রেখে চুরি, জাল নোটের ছড়াছড়ি ও নৌপথে যাত্রীসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে উদ্ধতন স্যারদের নির্দেশ এই মাইকিং করেছি। আমার থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২২ ● ৬০২ বার পঠিত