বুধবার ● ৬ এপ্রিল ২০২২
আইসিডিডিআরবি ,চলতি বছর সর্বোচ্চ সংখ্যক ডায়রিয়া রোগী
Home Page » জাতীয় » আইসিডিডিআরবি ,চলতি বছর সর্বোচ্চ সংখ্যক ডায়রিয়া রোগীবঙ্গনিউজঃ দেশে উল্লেখযোগ্য হারে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এরই ধারাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৯ জন ডায়রিয়া রোগী রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ৫৭ জন করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়েছেন।
আইসিডিডিআর,বি’র কর্মকর্তারা জানান, চলতি বছর হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডায়রিয়া রোগী এসেছে। ঢাকার অন্তত ১০টি এলাকা সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।
এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ৪২৬ জন রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টায় আইসিডিডিআর,বিতে একদিনে রেকর্ড ১ হাজার ৩৮৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন বলে জানান কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৪:৫২:০৪ ● ৫২১ বার পঠিত