শনিবার ● ২ এপ্রিল ২০২২
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃয়াতিক অনুষ্ঠান
Home Page » শিক্ষাঙ্গন » বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃয়াতিক অনুষ্ঠান
নর্দার্ন ইউনিভার্সিটি, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন ও গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে নর্দার্ন ইউনিভার্সিটি এর স্হায়ী কেম্পাসএ জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে আর্ট কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ত করেন এনইউবি ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ড নজরুল ইসলাম, প্রোভিসি ও কমোডর মনিরুল ইসলাম (অবঃ),রেজিস্ট্রার ।এ ছাড়া বক্তব্ দেন ইউনিক গিফট স্পেশাল স্কুলের চিফ কোঅডিনেট, মিজ্ শাহানাজ শারমিন। অনুষ্ঠানে উদ্ভোদনী বক্তব্য দেন প্রফেসর ড কাজী শাহাদাৎ কবীর রিমন, ডিরেক্টর, আইকিউএসি, এনইউবি ও প্রতিষ্ঠাতা গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে ১১ টি স্কুল অংশ গ্রহণ করে।
বাংলাদেশ সময়: ২০:১৬:০০ ● ১০৪৪ বার পঠিত