শনিবার ● ২ এপ্রিল ২০২২

বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Home Page » প্রথমপাতা » বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
শনিবার ● ২ এপ্রিল ২০২২


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, এই পবিত্র মাসটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে আমরা সব ধরনের খারাপ অভ্যাস অপসারণের মাধ্যমে একটি পবিত্র জীবনযাপন করতে পারি।

তিনি বলেন, জিল (ফার্স্ট লেডি) ও আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের শুভেচ্ছা এবং শুভ কামনা করছি।
বাইডেন বলেন, এ মাস হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম সময়। এ মাস হলো সমবেদনা ও উদারতা দেখানোর জন্য, দান করার জন্য। এ মাসে প্রিয়জনের সাথে জীবনের অনেক আশীর্বাদ উদযাপন করতে মুসলিমরা একত্রিত হয়।

পবিত্র কুরআনের গুরুত্ব তুলে ধরে বাইডেন বলেন, কুরআন আমাদের শিক্ষা দেয়, ‘যে ব্যক্তি একটি ক্ষুদ্র পরিমাণও ভালো কাজ করে সে তার ফলাফল দেখতে পাবে।’

বাংলাদেশ সময়: ১৩:২৪:৫১ ● ৩৫৬ বার পঠিত