মঙ্গলবার ● ১৫ মার্চ ২০২২
তৈয়বা মনিরের গ্রন্থ ও জীবনী
Home Page » সাহিত্য » তৈয়বা মনিরের গ্রন্থ ও জীবনীতৈয়বা মনির
জন্ম ১৯৮২ সালে ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায়। শৈশবের কিছুটা সময় ব্রাহ্মণবাড়িয়ায় কাটলেও পরবর্তীতে বেড়ে ওঠা ও পড়াশুনা ঢাকাতেই। অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করার পর বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ডি.ও.এইচ.এস. মহাখালি, ঢাকা সেনানিবাসে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। লেখালেখি তার শখ ও নেশা এবং মানসিক আনন্দের খোৱাক। এই অস্তিত্বের মানে ও অসীমের আহ্বান দুইই তাকে প্রশ্নজালে আবদ্ধ রে অহরহ। সেই সাথে পরিবেশ-প্রকৃতি ও সামাজিক জীব হিসেবে আবেগ-অনুভূতি এবং চলার পথে যা দৃষ্টিগোচর হয়। তাও তাকে লেখালেখিতে অনুপ্রাণিত করে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বিভিন্ন শিল্প-সাহিত্য গ্রুপে তিনি নিয়মিত লেখালেখি করে প্রশংসিত হয়েছেন। ২০১৯ এবং ২০২০ সালের অমর একুশে বইমেলায় তার একক কাব্যগ্রন্থ ‘মনের জানালা’ এবং ‘চার বর্ণের ভালোবাসা’ প্রকাশিত হয়।
এছাড়াও ২০১৮ সালে অমর একুশে বইমেলায় তার একাধিক লেখা যৌথভাবে বিভিন্ন গ্রন্থে প্রকাশিত হয়েছে। গ্রন্থসমূহ তাহাদের শব্দপ্রপাত, পোস্টবক্স সংকলন, গ্রাফাইটের গুঞ্জন, নিষিদ্ধ নরক এবং অপেক্ষার চোখে জল, শতডানার প্রজাপতি, জানালা এবং পূজা উপলক্ষে ‘খেরোখাতা”। তিনি লেখালেখির পাশাপাশি ঘুরে বেড়াতেও ভালোবাসেন।
বাংলাদেশ সময়: ১৩:৪৬:৩৭ ● ৪৫৪ বার পঠিত