রবিবার ● ২৩ জানুয়ারী ২০২২

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিজের বিয়েও বাতিল করলেন

Home Page » স্বাস্থ্য ও সেবা » নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিজের বিয়েও বাতিল করলেন
রবিবার ● ২৩ জানুয়ারী ২০২২


 নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

বঙ্গনিউজলঃ বিশ্বজুড়ে নতুন নতুন ভ্যারিয়েন্টে করোনার প্রকোপ থামছেই না। ডেল্টার প্রকোপ শেষ না হতেই অমিক্রনের সংক্রমণ মারাত্মক প্রভাব বিস্তার করছে। তবে সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আর এই বিধিনিষেধ মানতে গিয়ে বাধ্য হয়েই নিজের বিয়েও বাতিল করেছেন তিনি। স্থানীয় সময় আজ রোববার জেসিন্ডা এ ঘোষণা দিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, নতুন বিধিনিষেধে দুই ডোজ টিকা নিয়েছেন- এমন ১০০ জনকে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড সরকার।

বিধিনিষেধ সম্পর্ক বিস্তারিত জানিয়ে জেসিন্ডা বলেন, ‘আমার বিয়েও হবে না।’ তিনি আরও বলেন, ‘মহামারির ঠেকাতে বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও তাদের দলে যোগ দিলাম। আমি খুবই দুঃখিত।’

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে এক পরিবারের নয়জন অমিক্রনে সংক্রমিত হন। ওই পরিবার যে উড়োজাহাজে ভ্রমণ করেছিল, সেখানকার একজন কর্মীও অমিক্রনে আক্রান্ত হন। এরপর স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে বিধিনিষেধ জারি করা হয়।

জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনই বিয়ের তারিখের ঘোষণা দেননি। তবে ধারণা করা হয়েছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের তারিখ ঘোষণা করবেন। নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৩৪:১৯ ● ৪৮৪ বার পঠিত