সোমবার ● ১৭ জানুয়ারী ২০২২

মধ্যনগরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মিছিল ও সভা

Home Page » সারাদেশ » মধ্যনগরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মিছিল ও সভা
সোমবার ● ১৭ জানুয়ারী ২০২২


মধ্যনগরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মিছিল ও সভাস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রঞ্জু মিয়ার বিরুদ্ধে ম্যানেজিং কমিটির নির্বাচনে কারচুপি ও  দুর্নীতির  অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাবক ও এলাকাবাসীর ব্যানারে গুলগাঁও বাজারের মধ্যবর্তী স্থান থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে পথ সভায় মিলিত হয়ে  প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন অনিয়ম এবং ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে নিজের মতকে প্রাধান্য দিয়ে তাঁর পছন্দের প্রার্থীকে সভাপতি নির্বাচিত করার পায়তারার অভিযোগ এনে বক্তব্য দেন, ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য আব্দুল আলিম, অভিভাবক আলী আকবর, আলী উসমান বাদল, দুলাল আহমেদ, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক  প্রমুখ।

গত রোববার সভাপতি প্রার্থী আব্দুল আলিম, তার বড় ভাই আব্দুল জলিল ও তাদের চাচাতো ভাই আব্দুল করিম, দাতা সদস্য আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিমের বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ এনে তার বিচার দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগের দিন শনিবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র দাতা সদস্য আব্দুল হাই, অভিভাবক সদস্য উজ্জ্বল তালুকদার ও আব্দুল আলিমের সাথে প্রধান শিক্ষকের বিবদমান অবস্থার সৃষ্টি হয়। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে নিয়ে ব্যালট বাক্সসহ উপজেলার দিকে রওয়ানা দিলে পথিমধ্যে লাঞ্ছণার স্বীকার হন বলে অভিযোগ তুলেন তিনি।

সভাপতি প্রার্থী আব্দুল আলিম বলেন, ‘প্রধান শিক্ষক সম্পর্কে আমার মামা হন। প্রিজাইডিং কর্মকর্তার কথায় তাঁকে (প্রধান শিক্ষক) আনতে গিয়েছিলাম। কিন্তু উনার সাথে দস্তাদস্তি, হাতাহাতি কোনো কিছুই করিনি।’

দাতা সদস্য আব্দুল হাই জানান, প্রধান শিক্ষক কমিটির বাইরে আব্দুস ছাত্তার নামের একজনকে সভাপতি করার জন্য প্রস্তাব করেন। এ সময় বাইরে থেকে আরও লোক অংশগ্রহণ করার জন্য জানানো হউক- এমনটি জানালে প্রধান শিক্ষক এতে রাজি হননি। পরে আমি সেখান থেকে বেরিয়ে আসি।’

প্রধান শিক্ষক মো. রঞ্জু মিয়া বলেন, ‘তাদের পক্ষের লোককে সভাপতি করতে না পারায় তারা এমনটি করেছে। তারা যাকে সভাপতি করতে চাইছে তাদের পক্ষে ভোট নাই।’

বাংলাদেশ সময়: ২০:৩০:২০ ● ৭৫১ বার পঠিত