বুধবার ● ১২ জানুয়ারী ২০২২
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল যুবারা
Home Page » ক্রিকেট » জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল যুবারাবঙ্গনিউজঃ ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে আর ক’দিন পর থেকেই । এর আগে আজ জিম্বাবুয়ের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে জিতেছে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশে। আজ সেন্ট কিটসে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ।
আগে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৭ রানের বড় স্কোর গড়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৩৫.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায়। এর আগে অবশ্য বৃষ্টি নামলে জিম্বাবুয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৬। বাংলাদেশের পক্ষে নাঈমুর রহমান ১৮ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রিপন মন্ডল, তানজীব হাসান সাকিব ও মুশফিক হাসান।
১৬ জানুয়ারিই যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ
১৬ জানুয়ারিই যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইল ছবি
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। উদ্বোধনী ব্যাটসম্যান আরিফুল ইসলাম করেন ৪০ (৫২ বলে)। অধিনায়ক রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ৩৬, উইকেটকিপার মোহাম্মদ ফাহিম ৩৩। শেষের দিকে রিপন মন্ডল ২৬ বলে ৩৯ রান করে দলের সংগ্রহ ২৭৭–এ নিয়ে যান।
আগামী ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ শুরু করবেন বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ সময়: ১২:২৫:৩৭ ● ৯৩১ বার পঠিত