শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১

শীত আসছে ! সারাদেশে কমতে পারে তাপমাত্রা

Home Page » জাতীয় » শীত আসছে ! সারাদেশে কমতে পারে তাপমাত্রা
শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১


শীত আসছে

বঙ্গনিউজঃ    আগামী ৭২ ঘণ্টা দেশের তাপমাত্রা আরও কমতে পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এমনটিই বলা হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায়  সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনা ও সাতক্ষীরায় ৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার। বাসস

বাংলাদেশ সময়: ০:৫৩:১৯ ● ১০৩৫ বার পঠিত