বঙ্গ -নিউজঃ টেস্ট, টি-টোয়েন্টি আর ওয়ানডে-শ্রীলঙ্কার কাছে তিন ফরম্যাটেই সিরিজ হারার পর শেষ ওয়ানডেটি ছিল মান বাঁচানোর লড়াই। আর তাতেও ৬ উইকেটে পরাস্ত হয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়লো বাংলাদেশ।
শনিবার ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের করা ২৪০ রান কৌশল পেরেরার প্রথম শতকের সুবাদে ১৫ বল বাকি থাকতেই টপকে যায় শ্রীলঙ্কা।
লাহিরু থিরিমান্নে (১৮) ও কিথুরুয়ান ভিথানাগেকে (৯) দ্রুত ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু তৃতীয় উইকেটে দীনেশ চান্দিমালের সঙ্গে কৌশলের ১৩৮ রানের জুটি শ্রীলঙ্কাকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।
এই জুটি গড়ার পথেও ভাগ্যের সহায়তা পেয়েছেন দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত ৫১ রানে কৌশলের ব্যাট ছুঁয়ে রুবেল হোসেনের জমা পড়ে এনামুলের গ্লাভসে। কিন্তু আম্পায়ার আবেদনে সাড়া দেননি। রুবেলের পরের ওভারেই ২৮ রানে ব্যাট করা চান্দিমালের ক্যাচটি গ্লাভসবন্দী করতে পারেননি এনামুল হক।
শতরানের জুটি ভাঙ্গার কৃতিত্ব রুবেলেরই। কৌশলকে বোল্ড করে ২৩ ওভার ১ বল স্থায়ী জুটি ভাঙ্গেন তিনি। ১০৬ রান করে ম্যাচসেরা কৌশলের ১২৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কায়।
পরের ওভারে চান্দিমালকেও ফেরান এই ডানহাতি পেসার। ৬৪ রান করা চান্দিমালের ৭০ বলের ইনিংসে ছিল ৪টি চার।
এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। জয় আসে ছক্কার মারে।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ষষ্ঠ ওভারে ধাম্মিকা প্রসাদের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের হাতে ধরা পড়েন এনামুল হক (২)।
তবে শামসুর রহমানের সঙ্গে ৪৫ ও অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৪৬ রানের দু’টি জুটি গড়ে দলকে ২ উইকেটে ১০৮ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছিলেন মুমিনুল হক।
ধাম্মিকার বলে পুল করেছিলেন শামসুর (২৫)। কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় ডিপ স্কয়ারলেগে অ্যাঞ্জেলো পেরেরার হাতে ধরা পড়েন তিনি।
অর্ধশতকে পৌঁছানোর পর দুই রান নিতে গিয়ে কিথুরুয়ান ভিথানাগের সরাসরি থ্রোয়ে মুমিনুল রান-আউট হয়ে গেলে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। ৬০ বলে ৬০ রান করা মুমিনুলের ইনিংসে ছিল ৮টি চার।
উইকেটে সেট হয়ে বাজে বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। ৩০ রান করা মুশফিক ধাম্মিকার তৃতীয় শিকার।
অশোভন আচরণের দায়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসানের বদলে দলে ফেরা নাঈম ইসলামের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে দলকে ৪ উইকেটে ১৮৪ রানে পৌঁছে দিয়েছিলেন নাসির হোসেন।
শুরুতে স্বচ্ছন্দ্য থাকলেও শেষের দিকে অতিথি বোলারদের আঁটোসাটো বোলিংয়ে রানের জন্য রীতিমত লড়াই করতে হয়েছে নাঈম-নাসিরকে। ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ২৩ রান যোগ করেন এ দু’জনে। ৪০ তম ওভারের শেষ বলে নাঈমকেও (৩২) হারায় বাংলাদেশ।
রানের গতি বাড়াতে গিয়ে ৪৫তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের বিদায়ে আর বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের বলে লংঅনে ক্যাচ দেন মাহমুদুল্লাহ (৫)। নাসির (৩৮) ধরা পড়েন মিডউইকেটে।
সেখান থেকে স্বাগতিকদের সংগ্রহ আড়াইশ’র কাছাকাছি নেয়ার কৃতিত্ব সোহাগ গাজীর। থিসারা পেরেরার করা ৪৯তম ওভারের পঞ্চম বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৩ রান করেন তিনি।
৪৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ধাম্মিকা।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪০/৮ (এনামুল ২, শামসুর ২৫, মুমিনুল ৬০, মুশফিক ৩০, নাঈম ৩২, নাসির ৩৮, মাহমুদুল্লাহ ৫, সোহাগ ২৩, শফিউল ১৫*, সানি ১*; ধাম্মিকা ৩/৪৯, লাকমল ২/২৪, থিসারা ১/৩৯, সেনানায়েকে ১/৪৬)
শ্রীলঙ্কা: ৪৭.৩ ওভারে ২৪৬/৪ (কৌশল ১০৬, থিরিমান্নে ১৮, ভিথানাগে ৯, চান্দিমাল ৬৪, ম্যাথিউস ২০*, প্রিয়াঞ্জন ২২*; মাহমুদুল্লাহ ২/৩৮, রুবেল ২/৬৯)
ম্যাচসেরা: কৌশল পেরেরা
বাংলাদেশ সময়: ১২:৫৯:৫৭ ৩৯৪ বার পঠিত