ঢাকাবাসী সড়কে ওয়াইফাই পাবে

Home Page » জাতীয় » ঢাকাবাসী সড়কে ওয়াইফাই পাবে
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৪



944d94da1e020a220784ccc1bffc9b14.jpgবঙ্গ-নিউজ ডটকমঃটি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি রাজধানীতে প্রথমবারের মতো ওয়াইফাইয়ের আওতায় আসছে ব্যস্ত সড়ক। আগামী মাসে জাহাঙ্গীর গেট থেকে বনানী পর্যন্ত পৌনে তিন কিলোমিটার মূল সড়কে এই সুবিধা পাবেন নগরবাসী। সড়কটিতে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ওয়াইফাইয়ের আওতায় আনার প্রকল্পটি বাস্তবায়ন করছে ভিনাইল ওয়ার্ল্ড নামে একটি বিজ্ঞাপনী সংস্থা। ফলে এই সড়ক দিয়ে চলাফেরার সময় যে কেউ পাঁচ এমবিপিএস গতির ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমরা মূলত সৌন্দর্য বর্ধনের কাজ পেয়েছিলাম। পরবর্তীতে সড়কটিকে ওয়াইফাইয়ের আওতায় আনার পরিকল্পনা করি।” সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌন্দর্য বর্ধন ও ইন্টারনেট সেবার কাজটি করা হচ্ছে বলে জানান তিনি। সড়ককে ওয়াইফাইয়ের আওতায় আনার পরিকল্পনার পেছনে যুক্তি দিয়ে আবেদ বলেন, “এতে যাত্রীরা অন্তত এই পথটিতে যানজটে আটকে থাকলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।ওয়াইফাই সেবা দেয়ার জন্য ইতোমধ্যে কয়েকটি টেলিকম অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা-বার্তা চলছে।” সৌন্দর্য বর্ধন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর গেট থেকে বনানী পর্যন্ত পৌনে তিন কিলোমিটার সড়কবিভাজন সাজানো হচ্ছে বাংলার কবি, সাহিত্যিকসহ বরেণ্য ব্যক্তিদের ৬৪টি ম্যুরাল দিয়ে। থাকবে আরো ৬৪টি ম্যুরাল, যাতে স্থান পাবে বাংলাদেশের প্রত্মতাত্ত্বিক নিদর্শন।
পাশাপাশি মার্বেল পাথরে খোদাই করে লেখা হবে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণ, মুক্তিযুদ্ধ, এভারেস্ট জয়সহ স্বাধীনতাপূর্ব ও পরের ১৫টি অর্জনের বর্ণনা। আগামী ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
অবশ্য রাজধানী জুড়ে সৌন্দর্য বাড়ানোর কর্মসূচিকে ‘অর্থ অপচয়কারী কার্যক্রম’ অভিহিত করে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট বলছে, পুরো রাজধানীতে সৌন্দর্য বাড়ানোর এই কাজে রুচিহীনতার প্রকাশ ঘটছে। আবেদ মনসুর জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ তারা কাজ শেষ করবেন। মার্চের শুরুতে হবে উদ্বোধন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৬   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ