গুগলে পাওয়া ছবির বৈধ ব্যবহার

Home Page » এক্সক্লুসিভ » গুগলে পাওয়া ছবির বৈধ ব্যবহার
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৪



index11.jpgবঙ্গ নিউজ ডটকমঃ গুগলে অনুসন্ধান চালিয়ে যেসব ছবি আমরা পেয়ে থাকি, সেগুলো নিজেদের কাজে ব্যবহার করা কতটুকু বৈধ? অনুমতি নিয়ে, গ্রাহক হয়ে বা কিনে নিয়ে ছবি ব্যবহার করা যায়। আবার কিছু ছবি আছে, যেগুলো অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে। ছবির লাইসেন্সের ধরনই তা বলে দেবে। গুগলের ছবি খোঁজার সেবায় একটি সুবিধা চালু হয়েছে, যাতে লাইসেন্সের ধরন অনুযায়ী ছবি খোঁজ করে পরে সেগুলো নিজেদের কাজে ব্যবহার করা যাবে।
www.google.com-এ কিছু লিখে অনুসন্ধান চালালে যে ফলাফল আসে, সেখান থেকে Images লিংকে ক্লিক করলে সে সম্পর্কিত ছবি দেখানো হয়। এ অবস্থায় পেজটির ওপরের দিকে মাঝামাঝি স্থানে Search tools নামের একটি অপশন পাওয়া যাবে। এটিতে ক্লিক করলে কয়েকটি মেন্যু আসবে। সেখান থেকে Usage rights নির্বাচন করলে অপশন হিসেবে লাইসেন্সের কয়েকটি ধরন পাওয়া যাবে। ‘নট ফিলটারড বাই লাইসেন্স’ অপশনটি আগে থেকেই নির্ধারণ করা থাকে। এর পরই আছে ছবি সম্পাদনা করে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য ‘লেবেলড ফর রিইউজ উইথ মডিফিকেশন’ অপশন, ছবি যেমন আছে সেভাবেই নিজের কোনো কাজে ব্যবহার করতে চাইলে ‘লেবেলড ফর রিইউজ’ অপশন, ছবি সম্পাদনার পর অবাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ‘লেবেলড ফর ননকমার্শিয়াল রিইউজ উইথ মোডিফিকেশন’ এবং শুধু অবাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে ‘লেবেলড ফর ননকমার্শিয়াল রিইউজ’ নামের অপশন নির্বাচন করতে হবে। এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী এই চার অপশনের একটি ক্লিক করার পর যেসব ছবি অনুসন্ধান ফলাফলে প্রদর্শিত হবে, সেগুলো থেকে যেকোনোটি ইচ্ছামাফিক ব্যবহার করা যাবে। এভাবে গুগলে অনুসন্ধান চালিয়ে ছবি সংগ্রহের পর ব্যক্তিগত বা অবাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ছবিসংক্রান্ত জটিলতার সম্মুখীন হতে হবে না।
আর কোনো কোনো ছবিতে স্বত্ব সংরক্ষিত ধরনের লাইসেন্সের উল্লেখ থাকবে, সেগুলো যথাযথ অনুমতি ছাড়া ব্যবহার করা বৈধ হবে না।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৩   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ