ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত

Home Page » জাতীয় » ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৪



1610038_10203257445578071_1511506859_n.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ অন্তহীন নিরন্তর পথ চলায় কতো ফুল ঝরে যায়, কতো ফুল পায়ের নিচে পড়ে নিষ্পেষিত হয়। কে তার খবর রাখে। সময় কখন সময়কে পেছনে ফেলে এগিয়ে যায় নতুনের দ্বারে, কে রাখে তারে স্মরণে। দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে নতুন বছর। প্রকৃতি পরিবর্তিত হয় ঋতুর পরিবর্তনে। আসে নতুন ঋতু। আর সেই ঋতু যদি হয় বসন্ত, তাহলে তো কথাই নেই। বসন্ত মানেই সুন্দরের জাগরণ আর নতুনের জয়গান, নবীনের আগমন। চিরায়ত সুন্দর ভালোবাসা আর নব-যৌবনের প্রতীক হয়ে বসন্ত আসে আমাদের জীবনে। আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্ত আজ দ্বারে।

দক্ষিণা হাওয়ায় জেগেছে আজ নতুন শিহরণ। নবউদ্যম আর নব জাগরণে জেগে উঠছে সকল প্রেমিক মন। আগের দিনের মতো ফাল্গুনে আজ আর গাছের ডালে কোকিলের ডাক শোনা যায় না অনবরত। পলাশ, শিমুল ফুটলেও চলার পথে লাল গালিচা বিছিয়ে দেয় না আগের মতো। আমগাছেও কমে গেছে আমের মুকুল। আমের মুকুলের সোঁদা গন্ধ এখন আর তেমন ব্যকুল করে না মন। কিন্তু পরিবর্তন হয়নি প্রেমিক মনের। সবকিছু অনুপস্থিত থাকলেও বসন্ত বাঙালির মনে জাগায় আলাদা এক অনুভূতি। আর তাইতো ফাল্গুন মাস শুরু হলেই মনে হয়, এই বুঝি এলো বসন্ত।

বাসন্তি রঙ শাড়িতে বাঙালি নারীকে দেখায় অপরূপ। পিছিয়ে নেই পুরুষেরাও। বাসন্তি রঙ লাগে প্রতিটি বাঙালির হৃদয়ে। তাইতো বাঙালি সব কিছু ভুলে গেলেও ভুলতে পারে না সুভাষ মুখোপাধ্যায় এর প্রকৃতিকে চ্যালেঞ্জ করা অমিয় বাণী, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৯   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ