নসরুল হামিদ: লোডশেডিং নামের শব্দটি আর থাকবে না

Home Page » সারাদেশ » নসরুল হামিদ: লোডশেডিং নামের শব্দটি আর থাকবে না
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০১৪



বঙ্গ-নিউজ ডটকমঃবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ৫ বছরে দেশের মানুষ বিদ্যুতের লোডশেডিং শব্দটি ভুলে যাবে। লোডশেডিং নামের শব্দটি আর থাকবে না।
তিনি সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় ৬ হাজার মেগাওয়াট। এ পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ থাকায় বর্তমানে লোডশেডিং অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। আগামী ৫ বছরে আর লোডশেডিং থাকবে না। তবে সংস্কারমূলক কাজ করতে গিয়ে হয়তো কোন কোন এলাকায় সীমিত আকারে লোডশেডিং দেখা দিতে পারে।
সরকারি দলের এ কে এম রহমতুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে সৌর বিদ্যুতের গ্রাহকের সংখ্যা প্রায় ২৭ লাখ। জনসাধারণকে সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপনে উৎসাহিত করতে সৌর বিদ্যুৎ উৎপাদনে গ্রাহক ও প্রাইভেট সেক্টরে উৎসাহিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে আমদানিকৃত সোলার সরঞ্জামাদির ওপর ট্যাক্স বা ভ্যাট মওকুফ করেছে।
তিনি বলেন, সৌর বিদ্যুৎ সংযোগ সরঞ্জামাদি বর্তমানে দেশেই উৎপন্ন হওয়ার ফলে বিগত কয়েক বছরের তুলনায় বর্তমানে সৌর বিদ্যুৎ সিস্টেমের সরঞ্জামাদির দাম অনেকাংশে কমে এসেছে। স্বল্পমূল্যে কিস্তি সুবিধার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের মাঝে সোলার প্যানেল স্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিঃ ৫০ শতাংশ গ্র্যান্ট মানি অর্থায়ন হয়ে আসছে। ফলে জনগণ কমমূল্যে সোলার থেকে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:১৪   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ