অঞ্জন কুমার চিচাম’র পিএইচডি ডিগ্রী লাভ

Home Page » শিক্ষাঙ্গন » অঞ্জন কুমার চিচাম’র পিএইচডি ডিগ্রী লাভ
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৪



anjan-durgapur.jpgতমাল সাহাস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ধানীপাড়া গ্রামের আদিবাসী সন্তান অঞ্জন কুমার চিচাম প্রয়াত জয়রাম রুরাম ও নমানী চিচামের ছয় সন্তানের মধ্যে ৫ম। স্ত্রী সুবর্ণা আশাক্রা ও দুই ছেলে জর্জ অনিক ও প্রাইম পিটার চিচামকে নিয়ে ড. অঞ্জন কুমার চিচাম বর্তমানে তামসী কুটির, মেহগিনী রোড, সাহেব কোয়ার্টার, কাচিঝুলী, ময়মনসিংহে বাস করেন।
বাল্যকালে পড়াশুনা শুরে করেছিল মাধববুর ক্যাথলিক খ্রিষ্টান মিশনারী প্রাথমিক বিদ্যালয়ে তারপর রাণী খং সঃপ্রাঃবিদ্যালয়, রাণী খং উচ্চ বিদ্যালয়, সুসং ডিগ্রী কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি, রুয়েল ইউনিভার্সিটি পেরিয়ে American World University, California, USA হতে অঞ্জন কুমার চিচাম ডিসেম্বর 20, 2013খ্রিস্টাব্দ তারিখে ÒDevelopment Studies” (উন্নয়ন অধ্যয়ন) বিষয়ের উপর Ph.D. (Doctor of Philosophy)) ডিগ্রী লাভ করেন। তার থিসিস এর বিষয় ছিল “A Study on Females are ahead at Tertiary Level of Education in the Garo Community of Bangladesh”. AmericanWorld University Gi Bangladesh Study Centre এর অধীনে Centre for Executive Development Studies (CEDS), বাংলাদেশ-এর মাধ্যমে গত 2010 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারী হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম- এর সার্বিক তত্তাবধানে থিসিস-এর ওপর গবেষণা আরম্ভ করেন এবং অক্টোবর ২০১৩ খ্রিস্টাব্দ তারিখে গবেষণার ফলাফল American World University-এর বাংলাদেশ জুরী দলের অধ্যাপকদের নিকট উপস্থাপন এবং অনুমোদনের পর নভেম্বর 2013খ্রিস্টাব্দ তারিখে American World University, California, USA -তে জমা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় ডিসেম্বর 20, 2013 খ্রিস্টাব্দ তারিখে Thesisঅনুমোদন করে এবং Ph.D ডিগ্রী প্রদান করে। ড. অঞ্জন কুমার চিচাম বর্তমানে ময়মনসিংহে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর নির্বাহী পরিচালক হিসাবে কর্মরত। এ ছাড়াও তিনি ময়মনসিংহ শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লি: এর চেয়ারম্যান হিসাবে (অবৈতনিক) দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি গত নভেম্বর 1984থেকে সেপ্টেম্বর2002সাল পর্যন্ত১৮ বছর বিভিন্ন পদে এবং 2003থেকে2011 সাল পর্যস্ত 9বছর এডিপি ম্যানাজার পদে অর্থাৎ দীঘ২৭ বছর যাবৎ বিভিন্ন পদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মরত ছিলেন। তিনি তার ভবিষ্যত জীবনের জন্য সকলের নিকট আশীর্ব্বাদ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৭   ৫৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ