গত ৬ মাসে প্রায় ছয় হাজার অস্ত্র রাজধানীতে ঢুকেছে

Home Page » জাতীয় » গত ৬ মাসে প্রায় ছয় হাজার অস্ত্র রাজধানীতে ঢুকেছে
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০১৪



akm_06_fixed__folder.jpgবঙ্গ-নিউজ ডটকম: সীমান্তবর্তী এলাকা দিয়ে নানা রকম অস্ত্র রাজধানীতে এনে তা বিভিন্ন কায়দায় ছড়িয়ে ছিটিয়ে দেয়া হচ্ছে নগরীর বিভিন্ন প্রান্তে। অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের দেয়া তথ্যানুযায়ী, গত ছয় মাসে ছোট বড় মিলিয়ে ৫ হাজারেরও বেশি অস্ত্র ঢুকেছে ঢাকা শহরে। যার মধ্যে আছে একে-৪৭, নাইন এমএম সহ একে-২২ এর মত অত্যাধুনিক বিদেশী অস্ত্র। অবৈধ অস্ত্রের ব্যবসায়ীরা জানান, বিভিন্ন রাজনৈতিক দল এবং দলের নেতা হিসেবে পরিচিত কিছু লোক তাদের ব্যবহার করছেন। অবৈধ এসব অস্ত্র কেউবা কেনেন নগদ টাকায় আবার নানামুখী কাজে ব্যবহারের জন্য এবং লাভবান হবার জন্য কেউবা নেন ভাড়ায়। অবৈধ এক অস্ত্র ব্যবসায়ী জানান, ‘আমাদেরকে মোটকথা ব্যবহার করা হচ্ছে।’ প্রশাসন ছাড়া বাংলাদেশে কোন অস্ত্র ডুকে না। প্রশাসন টাকা খায় টাকা খেয়ে এসব অস্ত্র বাংলাদেশে ঢুকায়। আনুমানিক ঢাকায় পাঁচটা গ্রুপ আছে কিলার যারা কিনা এই অস্ত্র ব্যবসা করে। এই পাঁচটা গ্রুপকে গোয়েন্দারা যদি ধরে তাহলে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম শেষ হয়ে যাবে।’ অস্ত্রের মজুদ এবং বিস্তারের তালিকায় আছে রাজধানীর অভিজাত এলাকা, বাদ যায়নি বস্তিগুলো। এরমধ্যে উল্লেখযোগ্য ধানমণ্ডি, গুলশান, বনানী, রামপুরা, খিলগাঁও, মুগদা, যাত্রাবাড়ি, শনির আখড়া, আছে মিরপুরের পুরো এলাকা। অস্ত্র ব্যবসায়ীর দাবি, আইন প্রয়োগকারী সংস্থার তৃণমূল থেকে শুরু করে কর্তাব্যক্তিদের অনেকেই এর সঙ্গে জড়িত। অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা আরো জানান, ‘অভিজাত এলাকায় এগুলো মুটামুটি ভালই। তাছাড়া রেললাইনের পাশের বস্তিতে যারা থাকে তাদের কাছেও এই সব অস্ত্র আছে। অমন সব লোকের কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলো দেখলেও বিশ্বাস করা যায় না।’ জড়িত থাকার সত্যতা স্বীকার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, বিগত সময় গুলোতে অনেকবারই এ ধরনের কাজে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ‘দুদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সাথেও এ ব্যাপারে কথাবার্তা হয়েছে যাতে করে বর্ডারটাকে আমরা সুরক্ষা করতে পারি। যে রুট গুলো আছে সেগুলোতে আমরা নিরাপত্তা জোরদার করেছি। এবং যে অস্ত্রগুলো মানুষের হাতে ছড়িয়ে আছে সেগুলোকেও আমরা উদ্ধারের চেষ্টা করছি।’ অবৈধ অস্ত্রের অবাধ সরবরাহ বন্ধে ডিএমপির ভূমিকা উল্লেখ করে পুলিশ কমিশনার আরো জানান, ছোট বড় যেকোন অস্ত্রের চালান ও এর বিস্তার রোধে আধুনিক প্রযুক্তি এবং কৌশলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:০৩   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ