চলচিত্র পুরস্কার ২০১২– জয়জয়কার হুমায়ূনের চলচ্চিত্রের

Home Page » জাতীয় » চলচিত্র পুরস্কার ২০১২– জয়জয়কার হুমায়ূনের চলচ্চিত্রের
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৪



 humayunahmed.jpg

রাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃঘেঁটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য ২০১২ সালের শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদ।কেবল এ দুই শাখাতেই নয়, সঙ্গীত পরিচালনা, চিত্রগ্রহণ ও শিল্প নির্দেশনাসহ মোট আটটি শাখায় এ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে হুমায়ূনের শেষ ছবি ঘেঁটুপুত্র কমলা।

‘খোদার পরে মা’ চলচ্চিত্রের জন্য এ বছর সেরা অভিনেতার পুরস্কার যাচ্ছে শাকিব খানের ঝুলিতে। আর ‘চোরাবালি’ ছবির জন্য জয়া আহসান পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০১২ সালের ‘সেরা চলচ্চিত্র’ ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘উত্তরের সুর’।
তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।

দেড়শ বছর আগে হবিগঞ্জ জেলার পটভূমিতে এক প্রমোদবালকের কাহিনী নিয়ে নির্মিত ঘেঁটুপুত্র কমলা মুক্তি পায় ২০১২ সালের সেপ্টেম্বরে। তবে নিজের বানোনো ছবিটি মুক্তির পর প্রেক্ষাগৃহে দেখে যেতে পারেননি হুমায়ূন। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার পর ১৯শে জুলাই তিনি মারা যান।

ঘেঁটুপুত্র কমলা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করা মামুন এবার শ্রেষ্ঠ শিশুশিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছেন।

এছাড়া একই ছবির জন্য ইমন সাহা শ্রেষ্ঠ সংগীত পরিচালক, মাহফুজুর রহমান খান শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, ছলিম উল্লাহ ছলি শ্রেষ্ঠ সম্পাদক, খলিলুর রহমান শ্রেষ্ঠ মেকাপম্যান এবং পোশাক ও সাজসজ্জার জন্য শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছেন এস এম মাঈনুদ্দিন ফুয়াদ।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া হুমায়ূনের ‘আগুনের পরশমণি’ও আটটি শাখায় জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। সাহিত্যিক থেকে চলচ্চিত্রকার বনে যাওয়া হুমায়ূন মোট সাতটি ছবি নির্মাণ করে গেছেন।

আরো যারা ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন-

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: এ টি এম শামসুজ্জামান (চোরাবালি)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: লুসি তৃপ্তি গোমেজ (উত্তরের সুর)

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা: শহীদুজ্জামান সেলিম (চোরাবালি)

শিশুশিল্পীর বিশেষ পুরস্কার: মেঘলা (উত্তরের সুর)

শ্রেষ্ঠ সুরকার: ইমন সাহা (পিতা)

শ্রেষ্ঠ গীতিকার: মিল্টন খন্দকার (খোদার পরে মা)

শ্রেষ্ঠ গায়ক: পলাশ (খোদার পরে মা)

শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে)

শ্রেষ্ঠ কাহিনীকার: শাহনেওয়াজ কাকলী (উত্তরের সুর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: রেদওয়ান রনি (চোরাবালি)

শ্রেষ্ঠ শিল্পনির্দেশক: কলমতর ও উত্তম গুহ (রাজা সূর্য খাঁ)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (চোরাবালি)

বাংলাদেশ সময়: ২০:৩৩:৩৬   ৪৬৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ