ইমনের মামলায় নারাজি দিলেন জিনাত

Home Page » ফিচার » ইমনের মামলায় নারাজি দিলেন জিনাত
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৩



imon.jpgবঙ্গ-নিউজ ডটকম :ধর্ষণের অভিযোগে সুরকার শওকত আলী ইমনের বিরুদ্ধে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলেন জিনাত। মঙ্গলবার তিনি ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে এ নারাজি দাখিল করেন। জিনাতের আইনজীবী নুর ইসলাম জানিয়েছেন, জিনাতের দাখিল করা নারাজির ওপর ১৩ মে শুনানি হবে। তিনি আরও জানান, শুনানির সময় আসামি শওকত আলী ইমন আদালতে হাজির ছিলেন। তিনি জামিন স্থায়ী করার আবেদন করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক এসএম রেজানুর রহমান পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বর্ধিত করেছেন। উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ এনে রমনা থানায় মামলাটি করেছিলেন ইমনের মেয়েবন্ধু জিনাত কবির। এরপর মামলা থেকে বাঁচতে ৬ ডিসেম্বর রমনা থানায় পুলিশের হেফাজতে থাকাবস্থায় জিনাতকে বিয়ে করেন ইমন।  এ মামলায় ১১ ডিসেম্বর জামিন পান ইমন। জিনাতের আইনজীবী নুর ইসলাম খান ইমনের জামিনে আপত্তি নাই মর্মে ওইদিন আদালতকে জানান। কিন্তু জামিনে বের হওয়ার কিছুদিন পরেই বিয়ে অস্বীকার করেন ইমন। এরপর তিনি এ বিয়ে বাতিলের জন্য ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। রমনা থানায় ইমনের বিরুদ্ধে করা মামলায় পুলিশ জিনাতের করা অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে যে, ইমন ও জিনাত দুজনেই সাংস্কৃতিক কর্মী। বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের দেখা হয় ও বন্ধুত্ব হয়। এরই এক পর্যায়ে জিনাত ইমনকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বিয়েতে রাজি না হওয়ায় জিনাত মনঃক্ষুন্ন হয়ে এ মামলা দায়ের করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলা প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু জিনাত নারাজি প্রতিবেদনে উল্লেখ করেন, তার মানিত সাক্ষীদের জিজ্ঞাসাই করেনি পুলিশ। এছাড়া মামলার পর বাদিনীর মেডিকেল পরীক্ষাও করা হয়নি। নারাজিতে অভিযোগ করা হয়, পুলিশ ইমনের দ্বারা প্রভাবিত হয়ে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। নারাজিতে জিনাত পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনটি বাতিল করে কোনো উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অথবা ডিবি কিংবা সিআইডি দিয়ে মামলাটির পুনঃতদন্ত দাবি করেছেন। উল্লেখ্য, জিনাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ গত বছরের ৫ ডিসেম্বর ইমনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৩   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ