বঙ্গ নিউজ ডটকমঃ সারা দেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যার হরতাল প্রত্যাখ্যান করে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ বৃহষ্পতিবার সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করেন।
এদিকে জামায়াত-শিবির যাতে কোনভাবেই নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকাল থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করেন।
সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা মিছিল সহকারে এসে হাজির হন। এ সময়ে তারা দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
দলীয় কার্যালয়ের সামনে জামায়াতের হরতালের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী সমর্থক জোট।
সংগঠনের আহবায়ক আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুুরী মায়া বীর বিক্রম, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার এই হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সারা দেশের সকল স্থানে বাস-টেনসহ সকল প্রকার যানবাহান চলাচল করছে।
এ সময়ে কামরুল ইসলাম বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, জামায়াতের হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে সকল স্থানে দোকান খোলা আছে। রাস্তায় বাসসহ সকল ধরনের যানবাহন চলছে।
এদিকে জামায়াত-শিবিরের অনৈতিক হরতালের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুলিস্তান, জিপিও, পল্টন মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ মিছিলে নেতৃত্ব দেন।
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ‘জামায়াত শিবিরের হরতালের প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল’ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দারের সভাপতিত্বে সমাবেশে পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ কামরুল হাসান, স্বাধীনতা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগ শ্রমিক লীগ জামায়াতের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সংগঠনের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ শ্রমিক লীগের সহ সভাপতি আর এ জামান, এম এ কাশেম, সাধারণ সম্পাদক ইনসুর আলী প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগ হরতালবিরোধী সমাবেশের আয়োজন করে। সমাবেশে যুবলীগের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়াও হরতালবিরোধী মিছিল করেছে ছাত্রলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ,ওলামা লীগসহ অন্যান্য সংগঠন।
বাংলাদেশ সময়: ১৭:২৮:৩০ ৪৩৭ বার পঠিত