কানাডায় আল কায়েদার হামলা পরিকল্পনা, গ্রেপ্তার ২

Home Page » ফিচার » কানাডায় আল কায়েদার হামলা পরিকল্পনা, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৩



kanada.jpgবঙ্গ-নিউজ ডটকম: কানাডার টরেন্টো শহরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কানাডা পুলিশ। ইরানভিত্তিক আল কায়েদা পরিকল্পনাটিতে সমর্থন যুগিয়েছিল বলে দাবি করা হয়েছে। সোমবার ৩০ বছর বয়সী চিহেব এসেগহাইয়েরকে মন্ট্রিয়েল থেকে ও অপরজন ৩৫ বছর বয়সী রায়েদ জাসেরকে টরেন্টো থেকে গ্রেপ্তার করা হয়। কানাডীয় পুলিশ কর্মকর্তা জেমস মালিজিয়া বলেন, “তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে, নিরপরাধ মানুষজন মারা যেত বা গুরুতর আহত হত।”তবে এই ঘটনার সঙ্গে বস্টন ম্যারাথন বোমা হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতরা কানাডার নাগরিক নয় এবং পুলিশও তাদের জাতীয়তা প্রকাশ করেনি। তবে তদন্ত অনুসরণকারী দুটি সূত্র গ্রেপ্তাকৃতদের মধ্যে একজন তিউনিসিয়ার নাগরিক বলে জানিয়েছে। পরিকল্পনার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মুসলিম কম্যুনিটির পক্ষ থেকে তাদের বছরব্যাপী তদন্তে সহায়তা করা হয়েছে বলে জানান তারা। এসেগহাইয়ের ২০১০ সাল থেকে মন্ট্রিয়েলের জাতীয় বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের ডক্টরাল পর্যায়ের ছাত্র এবং ডিগ্রি অর্জনের মাঝ পর্যায়ে ছিলেন বলে তার শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা জুলি মার্তিন বলেন, “শক্তি ও বস্তু বিষয়ক বিজ্ঞানে তিনি পিএইচডি গবেষণারত ছিলেন।” মঙ্গলবার সকালে টরেন্টোর এক আদালতে দুজনের জামিনের শুনানির কথা রয়েছে। এই পরিকল্পনার পেছনে আল কায়েদার সমর্থন আছে দাবী করা হলেও এর পেছনে কোনো রাষ্ট্রের জড়িত থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন মালিজিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার টরেন্টোর মধ্যে চলাচলকারী একটি ট্রেন লাইন লক্ষ করে হামলাটি চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবী করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩:১১:৪৯   ৬৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ