হরতালে ঢাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছেন মালিকরা।

Home Page » প্রথমপাতা » হরতালে ঢাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছেন মালিকরা।
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৪



jamaat-hartal.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ জামায়াতে ইসলামীর হরতালে ঢাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছেন মালিকরা।
এদিকে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নানের জন্য চাঁপাইনবাবগঞ্জ হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছে কর্মসূচি আহ্বানকারী দলটি।১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান হরতাল সফলের আহ্বান আহ্বান জানিয়েছেন।

একই দিন এক বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন সমিতি রাজধানী এবং আশপাশের জেলাগুলোতে বাস ও মিনিবাস চালানোর ঘোষণা দেয়।

ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে বাস মালিকদের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

ওই সভায় বিভিন্ন টার্মিনাল মালিক সমিতি, টার্মিনাল শ্রমিক ইউনিয়ন, ১৫০টি পরিবহন কোম্পানির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “হরতালে গাড়ি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।”

বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে গত মাসে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই প্রথম হরতাল। বিএনপির জোটসঙ্গী জামায়াতও ওই নির্বাচন বর্জন করে।

ঢাকা সড়ক পরিবহন সমিতি বলেছে, “আবারো অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্যই জামায়াত এমন একটি ইস্যুবিহীন হরতাল ডাক দিয়েছে, খোঁড়া অজুহাতে ডাকা হরতাল পরিবহন মালিক-শ্রমিকরা মেনে নেবে না।”

হরতাল পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জানান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স তাদের কর্মসূচির আওতামুক্ত থাকবে।

হিন্দু সম্প্রদায়ের ‘অনুরোধে’ চাঁপাইনবাবগঞ্জে হরতাল শিথিল করা হয়েছে বলে জানান তিনি।

“চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ তীর্থযাত্রীগণ শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর নামক স্থানে গঙ্গাস্নানের জন্য গমন করবেন। জেলার হিন্দু সম্প্রদায়ের অনুরোধেতাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।”

নিজামী সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার বলে দাবি করেন শফিকুর।দলের আমিরকে ‘হত্যার ষড়যন্ত্র’ চলছে বলেও দাবি করেন তিনি।

“সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে জামায়াত ও ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে।”

বাংলাদেশ সময়: ১:০২:৪৬   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ