জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের E ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষার্থীদের জন্যে কিছু কথা

Home Page » শিক্ষাঙ্গন » জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের E ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষার্থীদের জন্যে কিছু কথা
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০১৪



ju.jpgঅনেকেই জাবি এর E ইউনিটের ভর্তি পরীক্ষার জন্যে সাজেশন চেয়েছো। সময়ের অভাবে পোস্ট টা দিতে একটু দেরী হয়ে গেলো। আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের নিচের কথা গুলো লিখলাম।

একমাত্র জাবি তেই একটু ব্যাতিক্রম ধর্মী প্রশ্ন হয় E ইউনিটে/ বিবিএ তে। সেটা বিগত বছরের প্রশ্ন গুলো দেখলেই বুঝতে পারবে। প্রশ্ন গুলো যে খুব বেশি কঠিন তাও কিন্তু নয়। তবে এর জন্যে চাই অনুশীলন আর উপস্থিত মেধা খাটানোর দক্ষতা। এখানে ম্যাথ প্রশ্ন থাকবে ২৫ নম্বরের। এর জন্যে তোমরা Class 8-10 এর ম্যাথ গুলো করবে। বাড়তি অনুশীলনের জন্যে সাইফুরস ম্যাথ বইটির সহযোগিতা নিতে পারো। মনে রাখবে, একমাত্র বাংলা ব্যাতিত সকল প্রশ্নই ইংলিশ ভার্সনে হবে। বিগত বছর গুলোতেও এভাবে এসেছিলো। ইংরেজির জন্যে তোমরা অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্যে যা পড়েছো তা পড়লেই হবে। বিষয় ভিত্তিক প্রশ্নের জন্যে Class 9-12 এর কমার্সের বই গুলো পড়তে পারো। তবে বিজনেস রিলেটেড সাধারন জ্ঞান অবশ্যই পড়বে। নিলক্ষেতে এমন অনেক বই-ই আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও হেল্প পাবে। বাংলা ব্যাকরনের জন্যে Class 9-10 এর ব্যাকরণের বোর্ড বইটি-ই যথেষ্ট, যদি বুঝে অনুশীলন করতে পারো। সাধারন জ্ঞানের জন্যে কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন বিশ্ব, আজকের বিশ্ব বা কোচিং এর শিট গুলো পড়লেই হবে। আরেকটা কথা, কে কোন কোচিং এ পড়েছো, সেটা আসলেই বড় কথা নয়। আমি নিজেই কোচিং নির্ভর ছিলাম না। বাসাতেই বেশি সময় দিয়েছি। পরবর্তিতে প্রথম বারেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে চান্স পেয়েছিলাম। আর কোথাও ভর্তি পরীক্ষা দেবার প্রয়োজন পড়েনি। কোচিং তোমাকে শুধু বিভিন্ন দিক ধরিয়ে দিবে আর বিভিন্ন উপায় সম্বন্ধে Idea দিবে। পরিশ্রম তোমাকেই করতে হবে। সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার হলের ঐ ১ ঘন্টা যে যত দক্ষতা আর উপস্থিত বুদ্ধি দিয়ে কাজে লাগাতে পারে, সেই চান্স পায়। এর জন্যে চাই কঠোর অনুশীলন। আর যাদের SSC HSC তে রেজাল্ট খারাপ তাদেরও হতাশ হবার কোনো কারন নেই। চেষ্টা চালিয়ে যাও। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি কখনো বৃথা যায়না। খুব ভালো রেজাল্ট ছাড়াও কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং পাচ্ছে।

পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ, যেহেতু পরীক্ষা চলে এসেছে, এই কয়টা দিন প্রচুর অনুশীলন করো। কারন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স, তোমার ভবিষ্যতের পুরো ক্যারিয়ার টাই বদলে দিতে পারে, বদলে দিতে পারে তোমার স্বপ্ন আর পথ চলার রাস্তা।

সবার সাফল্য কামনায়ঃ

মোঃ দিদার হোসেন রাব্বী

এক্স-নটরডেমিয়ান, বি.বি.এ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৩   ২৬৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ