‘জোট সরকারের প্রধানমন্ত্রী এড়াতে পারবেন না ১০ ট্রাক অস্ত্রের দায় ‘

Home Page » জাতীয় » ‘জোট সরকারের প্রধানমন্ত্রী এড়াতে পারবেন না ১০ ট্রাক অস্ত্রের দায় ‘
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০১৪



selim.jpgবঙ্গ-নিউজডটকম: সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার দায় দায়িত্ব এড়াতে পারবেন না বিগত চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় সংসদে ৭১ বিধিতে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় এ ঘটনার সঙ্গে বেগম খালেদা জিয়া সরাসরি জড়িত বলেও অভিযোগ করেন তিনি। শেখ সেলিম বিরোধ দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘এই অস্ত্র ধরা পরার পর বেগম খালেদা জিয়া যে এর সঙ্গে জড়িত তা আরো স্পষ্ট প্রমাণ হয়, তখন ডিজিএফআইয়ের চীফ সাদেক রুমি তাকে গিয়ে বলেছিলো, ম্যাডাম এরকম একটি ঘটনা ঘটেছে কি করব? তখন তিনি চুপ ছিলেন। তিনি কোনো কথা বলেন নাই। তার মানে এতো বড় একটা ঘটনা, ১০ ট্রাক অস্ত্র বাংলাদেশের মাটিতে ধরা পরেছে, তৎকালীন প্রধানমন্ত্রী চুপচাপ রইলেন।’
শেখ ফজলুল করিম সেলিম জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনা করে বেগম খালেদা জিয়ার বিচার হওয়া উচিৎ দাবি করে বলেন, ‘তিনিতো শুধু প্রধানমন্ত্রীই না, তিনিতো এনএসআইয়ের, জাতীয় নিরাপত্তা সংস্থা এক পা’ও অগ্রসর হতে পারে না বর্তমান প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া। তারা সাহসই পেতে পারে না। সুতরাং এ বিষয়ে অস্ত্র আইনে তারও বিচার হওয়া উচিৎ। কেননা তিনি কোনোভাবেই দায়-দায়িত্ব এড়াতে পারেন না।’

বাংলাদেশ সময়: ২০:০৯:০২   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ