কাজীজাফরের মহাসচিব মসীহ এখন রওশনের সচিব

Home Page » জাতীয় » কাজীজাফরের মহাসচিব মসীহ এখন রওশনের সচিব
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০১৪



83_kazizafar_pressconference_071213.jpg

রাসেদুল হাসান লিটন (বঙ্গ- নিউজ)ঃএইচ এম এরশাদ যাকে দল থেকে বহিষ্কার করেছিলেন, সেই গোলাম মসীহকে নিজের রাজনৈতিক সচিব করেছেন রওশন এরশাদ।মসীহ চার মাস আগে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর বহিষ্কৃত আরেক নেতা কাজী জাফর আহমদের নেতৃত্বে আলাদা জাতীয় পার্টির মহাসচিব হয়েছিলেন।

তবে ওই দলের মহাসচিবের দায়িত্ব থেকে তিনি দুদিন আগে পদত্যাগ করেছেন বলে বঙ্গ-নিউজ ডটকমকে জানিয়েছেন কাজী জাফরের একান্ত সচিব গোলাম মোস্তফা।

মসীহ মঙ্গলবার বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, “আমি আজ থেকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছি।”

কাজী জাফর ও মসীহ দুজনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ব্যবসায়িক অংশীদার মসীহকে গত ১ নভেম্বর বহিষ্কারের পর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বন্দ্বে কাজী জাফরও বহিষ্কৃত হন। এরপর তারা আলাদা দল গঠন করেন।

মসীহর নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায় বঙ্ং-নিউজ ডটকমকে বলেন, এই খবরটি তিনি জানতেন না।

মসীহর বহিষ্কারাদেশ এখনো রয়েছে কি না কিংবা তা প্রত্যাহার করা হয়েছে কি না- সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি জাতীয় পার্টির নেতাদের কাছে।

জাতীয় পার্টিতে নেতৃত্ব নিয়ে চেয়ারম্যান এরশাদ এবং তার স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশনের দ্বন্দ্বের খবরের মধ্যেই মসীহর নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি প্রকাশ পেল।

ইউনিয়ন ব্যাংকের শেয়ার নিয়ে মতবিরোধ দেখা দেয়ার পর মসীহকে বহিষ্কার করেন এরশাদ। এই বিষয়টি আদালতেও গড়িয়েছে।

মসীহর অভিযোগ, ২০১৩ সালের ৭ মার্চ নিবন্ধন পাওয়া ওই ব্যাংকের ৬ শতাংশ শেয়ার এবং ৬ কোটি ৩৩ লাখ টাকার ক্যাশ প্রিমিয়াম তাকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরশাদ। কিন্তু পরে এরশাদ সেই চুক্তি ভেঙে ব্যাংক থেকে মসীহকে বিতাড়িত করেন।

‘বিতাড়িত’ হওয়ার কয়েকদিনে মাথায় ব্যাংকে পরিচালক পদ ও প্রিমিয়াম ক্যাশের টাকা ফেরত চেয়ে এরশাদকে উকিল নোটিস পাঠান মসীহ।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৩   ৪৩১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ