প্রিয় পিছুটান——রোকসানা লেইস

Home Page » বিবিধ » প্রিয় পিছুটান——রোকসানা লেইস
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০১৪



1479513_10152162656367754_304123657_n.jpgপ্রিয় পিছুটান——
হাঠাৎ দাঁড়িয়ে যাই ব্রহ্মপুত্রের বিশাল ভৈরব মূর্তির সামনে
কখনো থমকে যাই;মনে হয় যেন, সুরমার পাড় রাধারমনের সুর বয়ে যায় ভাটির টানে।
বিশাল ঢেউ পায়রা নদীর, নিরবতা থমকে থাকে; হরিণ আর বাঘের খেলায়, সুন্দরীর ছায়ায়।
সোমেস্বরীর ঢেউয়ে লালনের সুর জাগে,মধুমতির তীর ছাড়িয়ে উড়ে দূরে
মেঘনার মোহনায় পূর্ণিমার ভেলায় ভেসে যায়, মন কেমন করা ডিঙ্গি।
বেতস বনের ভাট গন্ধ মেখে আদি প্রকৃতি চির সবুজ বেনোজলে।
শুধু কী নদী?
কখনো অজানা বা চেনা বৃক্ষ, লতানো ঝুমকো দোল দিয়ে,
দাঁড় করিয়ে দেয় ছায়ায়, পথ চলতে ভালোবাসায়।
আউলা বাউল করে তোলে উদাস মন।
স্বপ্নের সিঁড়ি বেয়ে পথ চলা পাহাড়ের ঠিকানায়, আচমকা থামে আনমনা মনের বাউরি বাতাসে।ঘ্রাণ আসে নিকানো উঠোনে ছড়ানো ভালোবাসার।

অচম্বিতে মনে পরে কেউ যেন ডেকেছিল, কুয়াশা মাখা ভোরে, ঝড়ের

রাতে, নিবিড় দুপুরে ভালোবাসার ঘরে, গোধূলির ঘেরা টোপে।

চেতনার পথে পদ্মার চর মেলে দেয় ধবল ডানা, বকপাকুরের বনে আনমনা অভিমানি খেলা

শাপলা শালুকের বিছানায় গড়াগড়ি খাওয়া দিন।

নীল হয়ে উঠে নিবিড় জড়ানো হীমে।

তবু উন্মুখ, তবু চাতক চোখ, পাখির ডানায় উড়ার স্বপ্ন বিভোর।

বাংলাদেশ সময়: ১২:৪২:৫৯   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ