পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হচ্ছেন দীপু মনি

Home Page » আজকের সকল পত্রিকা » পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হচ্ছেন দীপু মনি
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০১৪



image_75581_0.jpgবঙ্গ-নিউজডটকম:পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে দায়িত্ব দেয়া হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিকে ছায়া মন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়। যে মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন, তিনি ওই মন্ত্রণালয়ের সার্বিক খোঁজ-খবর রাখেন।
স্থায়ী কমিটির সভাপতিসহ কমিটির সব সদস্যদের মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা করতে হয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে।
স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি জানতে চাওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। একই সঙ্গে স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, পরবর্তী বৈঠকে তা উত্থাপনের জন্যও বলা হয় এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সংসদীয় স্থায়ী কমিটি।
উল্লেখ্য, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আলোচনা করে ঠিক করবেন কে কোন কমিটির সভাপতি ও সদস্য হিসেবে থাকবেন।
নবম জাতীয় সংসদে সর্বমোট ৫১টি সংসদীয় কমিটি ছিল তার মধ্য ৪১টি ছিল বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি।
নবম সংসদের বিভিন্ন কমিটির সভাপতি ও সদস্যগণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ায় দশম জাতীয় সংসদের বিভিন্ন কমিটিগুলোতে নতুন মুখ দেখা যেতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তা ছাড়া দশম জাতীয় সংসদে বিএনপি অনুপস্থিত থাকায় নতুন কমিটিগুলোতে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির অনেক সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।
দশম জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
দশম জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম সংসদের কমিটিগুলো পুনর্গঠন করে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নতুন নতুন কমিটি গঠন করে প্রকাশ করা হতে পারে।
এ বিষয়ে হুইপ আতিউর রহমান আতিক বলেন, ‘শিগগিরই সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হবে।’
তবে কবে নাগাদ সম্পন্ন হবে তা নিশ্চিত করে বলতে পারেননি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে এখনও নির্দেশনা দেননি বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ৮:৪৩:৪২   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ