“রাজধানীর প্যারেন্টস ড্রিম স্কুলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী”

Home Page » জাতীয় » “রাজধানীর প্যারেন্টস ড্রিম স্কুলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী”
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০১৪



dscn1104.JPG

রাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচীর আয়োজন হতে যাচ্ছে ২৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কর্মসূচীর আওতায় নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত দেশের পাঁচ কোটি ২০ লক্ষ শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়া হবে। ২০১৬ সালের মধ্যে হাম ও রুবেলা টিকার হার জাতীয় পর্যায়ে ৯৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
এরই অংশ হিসাবে আজ রাজধানীর দ িক্ষণখােন প্যারেন্টস ড্রিম স্কুলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী পালন করা হয়। অধ্যক্ষ মুছাদ্দেকুল হক বঙ্গ-নিউজ েক জানান উক্ত কর্মসূচীতে স্কুলের সকল ছাত্র-ছাত্রিদের হাম-রুবেলার টিকা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিভাগ থেকে জানানো হয়, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ১৫ বছরের কম বয়সী শিশুরা লেখাপড়া করে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানই টিকাদান কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। যেসব শিশু স্কুলে যায় না কিংবা স্কুলে টিকা নেয়নি, তারা দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দেশে যে এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র আছে, সেখান থেকে টিকা নিতে পারবে। এছাড়া পথশিশু, কর্মজীবি শিশু, কর্মজীবি মায়ের শিশু বা শহর এলাকার অন্যান্য শিশু যারা টিকাকেন্দ্রে না-ও যেতে পারে, তাদের জন্য রেলস্টেশন, বাসস্টেসন, লঞ্চ টার্মিনাল, পার্ক, ফুটপাত ইত্যাদি এলাকায় বিশেষ দল গঠন করে বা অস্থায়ী টিকাদান কেন্দ্র চালু করে সকলকে এর আওতায় নিয়ে আসা হবে।

এ টিকাটি খুবই নিরাপদ এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য টিকা দিলে যেমন টিকা দেওয়ার জায়গাটি ফুলে যায় বা হালকা জ্বর আসে। এই টিকাটির ক্ষেত্রেও কারও কারও এমন হতে পারে। এতে ঘাবড়ানোর কোন কারন নেই। তারপরও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী মেডিকেল স্কোয়াড প্রস্তুত থাকবে। তবে গুরুতর অসুস্থ শিশুকে এই টিকা নেয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৫১   ৯১৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ