অপেক্ষা প্রাণের মেলার

Home Page » আজকের সকল পত্রিকা » অপেক্ষা প্রাণের মেলার
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০১৪



12.jpgতমালঃবঙ্গ-নিউজডটকম:রাত পোহালেই শুরু ভাষা আন্দোলনের মাস, সেই সঙ্গে জেগে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ, বিকালে পর্দা উঠবে অমর একুশে গ্রন্থমেলার।
শনিবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পুরো ফেব্রুয়ারিজুড়ে লেখক-কবি-সাহিত্যিক আর বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকবে মেলা প্রাঙ্গণ।
এবারই প্রথম মেলার পরিধি একাডেমি প্রাঙ্গণ থেকে পাশের সোহরাওয়াদী উদ্যানে বিস্তৃত হয়েছে। দুই জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল বরাদ্দ পাওয়া প্রকাশনী সংস্থার কর্মীরা নিজেদের বইয়ের দোকান সাজাতে দারুণ ব্যস্ত।
শুক্রবার মেলা শুরুর আগের দিন একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার সদস্য সচিব সাহিদা খাতুন জানান, এবারের মেলায় ২৯৯টি প্রতিষ্ঠানকে ৫৩৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে ২৩২টি মূল প্রকাশনা প্রতিষ্ঠানকে ৪৩২টি, বাংলা একাডেমি অংশে ২৪টি শিশু- কিশোর প্রকাশনা সংস্থাকে ৩৩টি এবং সরকারি প্রতিষ্ঠান, মিডিয়া ও অন্যান্য ৪৩ প্রতিষ্ঠানকে ৬৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
সাহিদা খাতুন বলেন, এবার ৫৫টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্ণারে জায়গা করে দেয়া হয়েছে। মেলার ওই অংশের নাম রাখা হয়েছে প্রয়াত কবি খন্দকার আশরাফ হোসেনের নামে।
“প্রতিবারের মতো এবারও ক্ষুদ্র প্রকাশানা সংস্থা এবং যারা ব্যাক্তি উদ্যোগে বই প্রকাশ করছেন, তাদের বই গ্রন্থকেন্দ্রের স্টলে রাখা যাবে। পাশাপাশি মেলায় একাডেমি প্রকাশিত বই ৩০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি করা হবে।”
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, একাডেমির সভাপতি ও এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে এ বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে সম্মানসূচক ফেলোশিপ দেয়া হবে।
একাডেমির বাইরে মেলার সার্বিক নিরপত্তার দায়িত্ব পালন করবেন পুলিশ, র‌্যাব, আনসার, গোয়েন্দাসংস্থাসহ একাডেমির নিজস্ব নিরাপত্তা কর্মীরা। থাকবে ক্লোজড সার্কিট ক্যামেরা।
বাংলা একাডেমির সচিব আলতাফ হোসেন এবং উপ-পরিচালক মূর্শিদ আনেয়ারও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এবারের বই মেলা উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও ভাষাসংগ্রামী হাবিবুর রহমানকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ ফেব্রয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা মেলা খোলা থাকবে।
আর ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:১০   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ