‘প্রয়োজনে মরতেও প্রস্তুত আছি’

Home Page » জাতীয় » ‘প্রয়োজনে মরতেও প্রস্তুত আছি’
সোমবার, ২০ জানুয়ারী ২০১৪



pm-sheikh-hasina-satkhira-intro.jpgতমালঃবঙ্গ-নিউজডটকমঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দেশের মানুষের কল্যাণের জন্য প্রয়োজনে আমি মরতেও প্রস্তুত আছি।”তিনি বলেন, পঁচাত্তরে আমার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। দেশের বাইরে থাকার কারণে আমি ও আমার ছোট বোন রেহেনা সেইবার প্রাণে বেঁচে যাই। আমি আমার পিতার মতো দেশের মানুষের কল্যাণ চাই। প্রয়োজনে এর জন্য মরতেও প্রস্তুত আছি।

রোববার বিকেল ৪টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দুপুর পৌনে ২টার সাতক্ষীরায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধামন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “যারা সাতক্ষীরায় হামলা করেছে, যারা এই সাতক্ষীরাকে রক্তাক্ত করেছে তাদের কারো রেহাই নেই। তাদের বিচার হবেই হবে।”

খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “জামায়াতের ব্যথায় ব্যথিত হয়ে খালেদা জিয়া নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, নির্বাচনে বাধা দিয়েছেন, হামলা চালিয়েছে। আমরা এসব বাধা উপেক্ষা করে নির্বাচন সফল করেছি। নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল উনি (খালেদা জিয়া) করেছেন সেই ভুলের মাশুল তাকেই দিতে হবে। আমি বিএনপি নেতৃকে বলবো তিনি যেন দেশের মানুষের শান্তি নষ্ট না করে।”

তিনি বলেন, বিএনপির দুই গুণ দুর্নীতি ও মানুষ খুন। আর তাদের দোসর হচ্ছে একাত্তরে এদেশের মানুষের ওপর পাশবিক অত্যাচার চালানোকারী, মানবতাবিরোধী অপরাধে লিপ্ত জামায়াত-শিবির।

প্রধানমন্ত্রী বলেন, জামায়াতের ব্যাথায় ব্যথিত হয়ে বিএনপি নির্বাচনে যায়নি। জামায়াতকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে হাইকোর্ট।

তিনি আরো বলেন, “আমরা চাই দেশের মানুষের শান্তি। কিন্তু আমাদের দেশে একজন অশান্তি বেগম আছে। উনি দেশে শান্তি চান না। নির্বাচনে অংশগ্রহণ না করে তিনি জ্বালাও পোড়াও করে দেশে অশান্তি সৃষ্টি করছে।”

৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “শত বাধা অতিক্রম করে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। আপনাদের দোয়ায় আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি।”

যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। বিএনপি নেত্রী এদের বাঁচাতে চায়। আমার বিশ্বাস উনি (খালেদা জিয়া) এদেশের স্বাধীনতা চান না। ওনার মনে পেয়ারে পাকিস্তান।”

“বিএনপি নেত্রীর সাধ্য নাই যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করার।” যোগ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। এছাড়া সাতক্ষীরা বাসীদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাতে সাতক্ষীরাবাসীর মধ্যেও উত্তেজনা বিরাজ করে। সমাবেশস্থলের চারপাশ সাজানো হয় বিভিন্ন পোস্টারে। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২০:২৬:১২   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ