ইনকিলাবের ছাপাখানা বন্ধ, বার্তা সম্পাদকসহ গ্রেপ্তার ৩

Home Page » জাতীয় » ইনকিলাবের ছাপাখানা বন্ধ, বার্তা সম্পাদকসহ গ্রেপ্তার ৩
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০১৪



logo.jpg

রাসেদুল হাসান লিটন(বঙ্গ নিউজ)ঃসাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করছে বলে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যার পর এই অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে বার্তা সম্পাদকসহ চারজনকে আটক, ছাপাখানা সিলগালা এবং কম্পিউটার জব্দ করে পুলিশ চলে যায় বলে সংবাদপত্রটির বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা জানিয়েছেন। বৃহস্পতিবার ইনকিলাবে ওই প্রতিবেদন প্রকাশের পর সরকারের এক ভাষ্যে বলা হয়েছে, বাংলাদেশে ভারতীয় বাহিনীর উপস্থিতির খবরটি বানোয়াট ও ভিত্তিহীন। এরপর পুলিশ বাদি হয়ে ওয়ারী থানায় একটি মামলা করে একাত্তরের যুদ্ধাপরাধী বলে চিহ্নিত মাওলানা আবদুল মান্নান (প্রয়াত) প্রতিষ্ঠিত এই পত্রিকার কর্তাব্যক্তিদের বিরুদ্ধে। মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে করা ওই মামলার ভিত্তিতেই অভিযান চালানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন। পুলিশ কার্যালয় থেকে বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ, কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক, জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারীকে আটক করে। পরে আফজাল বারীকে ছেড়ে দেয়া হয়। বাতি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাসুদুর সাংবাদিকদের জানান। পুলিশের করা ওই মামলায় এই পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক ও এক প্রতিবেদককে আসামি করা হয়েছে। বাদশা বঙ্গ নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রেস এবং ফটো বিভাগ পুলিশ সিলগালা করে দিয়েছে। কাল আমাদের পত্রিকা প্রকাশিত হচ্ছে না। আমরা কাল সকালে সবাই বসে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব।” তবে ছাপাখানা সিলগালা করা হয়নি দাবি করে পুলিশ বলেছে, ছাপাখানার কিছু যন্ত্রপাতি আনা হয়েছিল, তা আফজাল বারীর জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১:১১:০৭   ৩৫৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ