খোকন:বঙ্গনিউজডটকমঃ ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। জানা গেছে এবারের তালিকাটি তৈরী করা হয়েছে জনপ্রিয়তার বিচারে। এনডিটিভি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লুটেরা এবং দ্য লাঞ্চ বক্স-এর মত বহুল প্রশংসিত ছবিগুলো শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ঠাই না পাওয়ায় বিষয়টি সুস্পষ্ট হয়। এই ছবিগুলো শুধু অভিনয়ের জন্য একটি করে মনোনয়ন পায়। অস্কার মনোনয়নের দৌড়ে দীর্ঘ তালিকায় থাকা দ্য গুড রোড-ও অনুপস্থিত এই তালিকায়। সম্প্রতি স্ক্রিন অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী দীপিকা পাড়–কোন সেরা অভিনেত্রীর বিভাগে দু’টি মনোনয়ন পেয়েছেন। তার অভিনীত সিনেমা ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী সর্বাধিক নয়টি মনোনয়ন পেয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছে। সাতটি মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে আছে গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা। এই ছবিটিতেও অভিনয় করেছেন দীপিকা। ছয়টি করে মনোনয়ন পেয়ে তৃতীয় অবস্থানে আছে মোট চারটি ছবি। যার মধ্যে দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেস ছবিটিও রয়েছে। অন্য তিনটি হচ্ছে- ভাগ মিলখা ভাগ, রাঞ্জানা এবং আশিকী টু। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের জমজমাট আসরটি আগামী ২৪ জানুয়ারী বসতে যাচ্ছে ভারতের মুম্বাইতে। আর ওইদিনই জানা যাবে, মনোনয়ন প্রাপ্তদের মধ্য থেকে কার কার হাতে উঠবে ফিল্মফেয়ার পুরস্কার। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া এবং রণবীর কাপুর।
মনোনয়ন তালিকা:
সেরা চলচ্চিত্র
ভাগ মিলখা ভাগ
চেন্নাই এক্সপ্রেস
গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
রাঞ্জানা
ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
সেরা পরিচালক
আনন্দ এল রায়- রাঞ্জানা
অভিষেক কাপুর- কাই পো চে
আয়ান মুখার্জি- ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
রাকেশ ওমপ্রকাশ মেহরা- ভাগ মিলখা ভাগ
রোহিত শেঠি- চেন্নাই এক্সপ্রেস
সঞ্জয় লীলা বানসালী- গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
সেরা অভিনেতা (মূল চরিত্র)
ধানুশ- রাঞ্জানা
ফারহান আখতার- ভাগ মিলখা ভাগ
হৃত্বিক রোশান- কৃষ থ্রি
রণবীর কাপুর- ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
রনভির সিং- গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
শাহরুখ খান- চেন্নাই এক্সপ্রেস
সেরা অভিনেত্রী (মূল চরিত্র)
দীপিকা পাড়–কোন- চেন্নাই এক্সপ্রেস
দীপিকা পাড়–কোন- গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
পরিনীতি চোপড়া- সুদ্ধ দেসি রোমান্স
শ্রদ্ধা কাপুর- আশিকি টু
সোনাক্ষী সিনহা- লুটেরা
সোনম কাপুর- রাঞ্জানা
সেরা অভিনেতা ( পার্শ্ব চরিত্র)
আদিত্য রায় কাপুর- ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
অনুপম খের- স্পেশাল ২৬
নওয়াজউদ্দিন সিদ্দিকী- দ্য লাঞ্চবক্স
পঙ্কজ কাপুর- মাত্রু কি বিজলী কা মন্ডোলা
রাজকুমার রাও- কাই পো চে
বিবেক ওবেরয়- কৃশ থ্রি
সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্র)
দিভিয়া দত্ত- ভাগ মিলখা ভাগ
কালকি কোচলিন- ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
কঙ্কনা সেন শর্মা- এক থি ডায়ান
সুপ্রিয়া পাথাক কাপুর- গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
স্বারা ভাস্কর- রাঞ্জানা
সেরা সংগীত অয়োজন
অমিত ত্রিবেদী- লুটেরা
অঙ্কিত তিওয়ারী, মিথুন ও জিৎ গাঙ্গুলী- আশিকী টু
এ আর রহমান- রাঞ্জানা
প্রীতম- ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
সঞ্জয় লীলা বানসালী- গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
বিশাল, শেখর- চেন্নাই এক্সপ্রেস
সেরা গান
অমিতাভ ভট্টাচার্য- শিকায়েত, লুটেরা
অমিতাভ ভট্টাচার্য- কবিরা, ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
মিথুন- তুম হি হো, আশিকী টু
প্রসূন জোশি- জিন্দা, ভাগ মিলখা ভাগ
সনান্দ কিরকিরে- মাঞ্জা, কাই পো চে
সেরা প্লে-ব্যাক শিল্পী (পুরুষ)
অমিত ত্রিবেদী- মাঞ্জা, কাই পো চে
অঙ্কিত তিওয়ারী- সুন রাহা হে না তু, আশিকী টু
অরিজিৎ সিং- তুম হি হো, আশিকী টু
বিন্নী দেওয়াল- ব্যাত্তমিজ দিল, ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
সিদ্ধার্ত মহাদেবান- জিন্দা, ভাগ মিলখা ভাগ
সেরা প্লে-ব্যাক শিল্পী (নারী)
চিন্ময়ী- তিতলী, চেন্নাই এক্সপ্রেস
মনালী ঠাকুর- সাওয়ার লুন, লুটেরা
শালমালী খোলগাড়ে- বালাম পিচকারী, ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী
শ্রেয়া ঘোষাল- সুন রাহা হে না তু, আশিকী টু
শ্রেয়া ঘোষাল- নাজাড়া, গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
বাংলাদেশ সময়: ১৮:৪১:১৪ ১৩৭০ বার পঠিত