সাম্প্রদায়িক হামলা নিয়ে ব্যবস্থা কী: হাই কোর্ট

Home Page » জাতীয় » সাম্প্রদায়িক হামলা নিয়ে ব্যবস্থা কী: হাই কোর্ট
বুধবার, ১৫ জানুয়ারী ২০১৪



 

স্বতঃপ্রণোদিত হয়ে দেয়া এক আদেশে বুধবার বিচারপতি কাজী মো. রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।ওই সাত জেলা হলো- টাঙ্গাইল, বগুড়া, পিরোজপুর, ঝালকাঠি, নেত্রকোনা, চাঁদপুর ও নাটোর। এই সব জেলার প্রশাসক ও পুলিশ সুপারকে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত। পাশাপাশি ধারাবাহিকভাবে চলা এই নির‌্যাতন বন্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না- তাও জানাতে বলেছেন বিচারক।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সাত জেলার প্রশাসক ও পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৩ জানুয়ারির দৈনিক আমাদের সময় ও দৈনিক প্রথম আলোর দুটি প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর এই আদেশ আসে। প্রতিবেদন দুটি আদালতে উপস্থাপন করেন আইনজীবী পরিমল চন্দ্র গুহ।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বঙ্গ-নিউজডটকমকে বলেন, “২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। ওই সময়ের নিপীড়নের বিচার হলে হয়তো এই ঘটনা ঘটতো না।”

এক প্রশ্নের জবাবে সরকারের এই আইন কর্মকর্তা বলেন, আদালত রুল জারি করেছে। রুল শুনানির সময় ২০০১ সালের নির‌্যাতনের কেন বিচার হয়নি, সেগুলোও উঠে আসবে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩২   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ