২৯ মন্ত্রী ১৭ প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রীর শপথ

Home Page » আজকের সকল পত্রিকা » ২৯ মন্ত্রী ১৭ প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রীর শপথ
রবিবার, ১২ জানুয়ারী ২০১৪



minister-sopot-intro.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রবিবার বিকালে বঙ্গবভনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথের মধ্যে দিয়ে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি নিজে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন।এই ৪৮ জনের মধ্যে পূর্ণ মন্ত্রী পদ পেয়েছেন ২৯ জন। এছাড়া ১৭ জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৩টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ হয়।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ২৪ জন মন্ত্রী ও আটজন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করছিলেন শেখ হাসিনা। অবশ্য পরে কয়েক দফা সম্প্রসারণে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ জনে।

এরপর নির্বাচনের আগে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের সাংসদদের নিয়ে শেখ হাসিনা করেন ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা।

ওই সরকারে কেনো উপমন্ত্রী না থাকলেও শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারে ছিলেন।

প্রধানমন্ত্রী: শেখ হাসিনা।

মন্ত্রী (২৯ জন) : আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আ ক ম মোজাম্মেল, মো. ছায়েদুল হক, ইমাজউদ্দিন প্রামানিক, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুজিবুল হক, আ হ ম মোস্তফা কামাল, আসাদুজ্জামান নুর, মোস্তাফিজুর রহমান ফিজার, সৈয়দ মহসিন আলী, শামসুর রহমান শরীফ ডিলু, মো. কামরুল ইসলাম।

প্রতিমন্ত্রী (১৭ জন): মো. মুজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক স্বপন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক।

উপমন্ত্রী (২ জন): আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, আরিফ খান জয়।

নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টির সদস্য রয়েছেন তিনজন। ওয়ার্কার্স পার্টির, জাসদ ও জেপির একজন। বাকি সবাই আওয়ামী লীগের।

বাংলাদেশ সময়: ১৯:৪০:২১   ৫২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ