ভারত থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিক প্রত্যাহার

Home Page » জাতীয় » ভারত থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিক প্রত্যাহার
শনিবার, ১১ জানুয়ারী ২০১৪



 

 

নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ের গ্রেপ্তার নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট কূটনৈতিক টানাপোড়েন পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার পর্যন্ত গড়িয়েছে।

৩৯ বছর বয়সী দেবযানি নিউইয়র্কে ভারতীয় কন্স্যুলেটের ডেপুটি কন্সাল-জেনারেল ছিলেন। ডিসেম্বরে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে ঘোষণার চেয়ে কম বেতন দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

দেবযানিকে প্রাকাশ্যে হাতকড়া পরিয়ে ও ধরে নিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি চালানোর ঘটনায় ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিরোধ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিশালী করার প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খায়।

বৃহস্পতিবার দেবযানিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা একটি অভিযোগ গঠন করেছে।

অভিযোগে বলা হয়, দেবযানি তার ভারতীয় গৃহকর্মী সঙ্গীতা রিচার্ডকে সপ্তাহে সাতদিন একশ’ ঘন্টা কাজ করিয়ে ঘন্টা প্রতি এক ডলারেরও কম মজুরি দিতেন এবং তাকে অসুস্থতাজনিত ছুটি ও সাপ্তাহিক ছুটি দিতে অস্বীকার করতেন।

যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী ঘন্টা প্রতি সর্বনিম্ন মজুরি ৭.২৫ ডলার।

এসব অভিযোগ অস্বীকার করা দেবযানি শুক্রবার রাতে কূটনৈতিক ছাড়ের আওতায় ভারতে ফিরে এসেছেন। ভিসা জালিয়াতির মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হলেও গৃহকর্মী বিষয়ক অভিযোগ অব্যাবহত থাকবে এবং যুক্তরাষ্ট্রে ফিরলে তাকে এ অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে দেবযানির বাবা উত্তম খোবরাগাড়ে উপস্থিত ছিলেন। রয়টার্সকে দেবযানি বলেন, “আমার প্রতি সমর্থন দেয়ার জন্য আমি আমার দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।”

দেবযানি দিল্লিতে পৌঁছানোর কিছুক্ষণ পর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতের অনুরোধে তারাও দিল্লিতে নিযুক্ত এক কূটনীতিককে ফিরিয়ে নিচ্ছে। তবে ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

মুখপাত্র সাকি বলেন, “এটি পরিষ্কারভাবেই ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি জটিল সময়। আমরা কামনা এবং আশা করছি, এবার এটি শেষ হবে এবং ভারত আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেবে এবং সম্পর্ককে একটি গঠনমূলক জায়গায় নিয়ে যাবে।”

বাংলাদেশ সময়: ১২:৪৪:২০   ৩৮০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ